‘ইডেন গার্ডেন্সের পিচে স্পিনারদের কোনো সাহায্য ছিল না’ — হতাশা প্রকাশ করলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কা রাহানে। সাথে এটাও যোগ করলেন, ‘আমি কিছু না বলি। বললেই তো বাওয়াল হয়ে যাবে।’ কিছু না বলেও ইডেনের কিউরেটরকে এক হাত নিতে পারলেন এই অধিনায়ক।
সরাসরি কিছু না বলার চেষ্টা ছিল তার, তবে ‘হোম অ্যাডভান্টেজ’ ঘিরে বিতর্কের সম্ভাবনা যে আছে, সে ইঙ্গিতও দিতে ভোলেননি রাহানে। ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কেকেআর হারে চার রানে।
লখনৌ ২৩৮ রান তুলে ফেলেছিল, জবাবে কেকেআর করতে পেরেছিল ২৩৪। স্পিন আক্রমণ বলতে সুনীল নারাইন আর বরুণ চক্রবর্তীর কোনো উইকেট নেই, আর ইকোনমি রেট ৯-এর ওপরে। বরুণ অবশ্য শুরুটা দারুণ করেছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি।
রাহানে বলেন, ‘দারুণ একটা উইকেট ছিল, আমরা সবাই দেখেছি—দুই দল মিলে প্রায় ৫০০ রান করেছে। বোলারদের জন্য খুব কঠিন ছিল। তবে ওরা পরিস্থিতি বুঝে খেলেছে, বাউন্ডারি দারুণভাবে কাজে লাগিয়েছে।’
‘হোম অ্যাডভান্টেজ’ বা ঘরের মাঠে সুবিধা নিয়ে যখন প্রশ্ন উঠল, রাহানে একরকম ঠাট্টার সুরে সামলালেন বিষয়টা। তিনি বলেন,
‘দেখুন, উইকেট নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে আগেই। আপনারা তো এত কিছু বলে ফেলেছেন। আমি যদি এখন কিছু বলি, তো একদম ‘বাওয়াল’ হয়ে যাবে। আমাদের কিউরেটর সাহেব তো অনেক পাবলিসিটি পেয়ে গেছেন, উনি তো তাতে খুশি।’
ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখার্জি আগেই সাফ জানিয়ে দিয়েছেন, ইডেনে কলকাতাকে কোনো হোম অ্যাডভান্টেজ দেওয়া সম্ভব নয়। এমনকি তারা বাজে ব্যবহার করেছেন দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানের সাথেও। রাহানেও এবার খোঁচাটা মারলেন বুঝেশুনেই।