আকবর মানেই শিরোপা জয়!

অধিনায়ক আকবর আলী, শিরোপাটা তাই তাঁর দলেরই। এমন এক বিশ্বাসের বীজ যেন প্রতিনিয়ত বুনে যাচ্ছেন আকবর। নেতৃত্বগুণে জয় করছেন সবকিছু। তাঁর শোকেসে সর্বশেষ সংযোজনটা এনসিএলের ট্রফি। তাঁর হাত ধরেই আবারও যে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ।

অধিনায়ক আকবর আলী, শিরোপাটা তাই তাঁর দলেরই। এমন এক বিশ্বাসের বীজ যেন প্রতিনিয়ত বুনে যাচ্ছেন আকবর। নেতৃত্বগুণে জয় করছেন সবকিছু। তাঁর শোকেসে সর্বশেষ সংযোজনটা এনসিএলের ট্রফি। তাঁর হাত ধরেই আবারও যে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ।

অনূর্ধ্ব-১৯ থেকেই যে কথাটা চর্চা হয়ে আসে তা, আকবর জাত নেতা। তাঁর হাতেই যে সেবার উঠেছিল যুবাদের অধরা বিশ্বকাপ শিরোপা। সেই থেকে চলছে আকবরের একের পর এক অভিযান।

আকবর উইকেটকিপার ব্যাটার। তবে এই সত্তাটা ছাপিয়েই সবখানেই অধিনায়ক আকবরের জয়জয়কার। তাঁর সাফল্যের খাতাটা একটু খতিয়ে দেখলেই সবটা পরিষ্কার হয়ে যায়, নেতা হিসেবে কেন তিনি গ্রেট?

এনসিএল টি-টোয়েন্টির দুই আসরেই চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। গত আসরে আকবরের হাতেই উঠেছিল শিরোপা। এবছরে  তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই মাঠে নেমেছিল রংপুর বিভাগ। তবে নামে-ভারের বিচারে রংপুরকে চ্যাম্পিয়ন হিসেবে কেউ বোধহয় ভাবেনি এবার।

তবে আকবর দেখেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা। নীরবে তাঁর দলকে আগলে রেখে করে গেছেন নিজেদের কাজটা। একটা বিশ্বাস, ‘আমরা পারবোই’, সবাইকে এই মন্ত্রটাই শিখিয়ে দিয়েছিলেন আকবর। তাতেই দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে তাঁর দল।

মাঝে স্বল্প সময়ের বিরতি দিয়ে এরপর এনসিএলের চার দিনের সংস্করণে মাঠে নামলেন। দীর্ঘ এক লড়াই শেষে শিরোপাটা নিজেদের করে নিলেন এবারও। এক বছরে দুইবার রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন ট্যাগটা এনে দিলেন গ্রেট আকবর।

স্বপ্ন দেখতে কখনো বড় কিছুর দরকার পড়ে না। তবে দেখলেই তো আর হবে না—সেটা যে ছুঁতেও হবে। তার জন্য সঠিক পথ খুঁজে নিতে হয়, অধ্যাবসায় আর সাহস বুকে নিয়ে এগিয়ে যেতে হয়। যেমনটা করেন আকবর আলী। তিনি স্বপ্ন দেখতে জানেন, দেখাতে জানেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link