Social Media

Light
Dark

অবাক হয়েছেন আকরাম

ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথম সারির দশ জন ক্রিকেটার না থাকা নিয়ে বেশ আলোচনা চলছে। এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক জাতীয় দল অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, তিনি ক্যারিবিয়দের এই দল দেখে অবাক হয়েছেন।

ads

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। শুরুতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে দেখে বাতিল করা হয়েছে টি-টুয়েন্টি সিরিজের সাথে একটি টেস্টও।

ads

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ওয়ানডে স্কোয়াডের ৮ জন ক্রিকেটার এবং টেস্ট স্কোয়াডের ৪ জন ক্রিকেটার রয়েছে অভিষেকের অপেক্ষায়। দীর্ঘ দিন জৈব সুরক্ষা বলয়ে থাকার তিক্ততা ও করোনার ভয়ে এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজের এমন স্কোয়াড দেখে সমর্থকদের সাথে রীতিমতো অবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধাণ আকরাম খান। তবে দুই দলের ভালো লড়াই হবে বলে আশাবাদী তিনি। এমনকি দ্বিতীয় সারির দল আসছে দেখে সিরিজের গুরুত্বও কমছে না বলে মনে করেন আকরাম খান।

অবাক হলেও সফরে কেমন দল পাঠাবে এটা তাদের নিজস্ব বিষয় বলে জানিয়েছেন আকরাম খান। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘বিসিবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমি দিচ্ছি না, তবে ব্যক্তিগতভাবে আমি অবাক হয়েছি এতজন খেলোয়াড় আসবে না বলে। ওদের কাছ থেকে এরকম কোনো ইঙ্গিত আমরা দল ঘোষণার আগে পাইনি। তবে এটা ওদের ব্যাপার। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেটারদের যথেষ্ট স্বাধীনতা দেয় ওদের বোর্ড।’

আসন্ন এই সিরিজে দ্বিতীয় সারির দল পাঠালেও তাদের সাথে লড়াই হবে বলে আশাবাদী আকরাম খান। তিনি বলেন, ‘ওখানে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনও বেশ শক্ত। অনেকে আসছে না মানেই ওদের দল খারাপ হয়ে যায়নি। আমাদের জন্য যথেষ্টই চ্যালেঞ্জিং হবে। সিরিজের গুরুত্বও কমছে না। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগের খেলা, আশা করি ভালো লড়াই হবে।’

গত কয়েকটা সিরিজ ধরেই জৈব সুরক্ষা বলয়ের ভিতর ছিলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজও অনুষ্ঠিত হবে জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করেই। বায়ো বাবলের ধকল কাটাতেই সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার, সহ-অধিনায়ক রস্টন চেজ, শাই হোপ, কাইরন পোলার্ড, শামার ব্রুকস, শেলডন কটরেল, এভিন লুইস, শিমরন হেটমায়ার, নিকোলস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ।

 

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচী:

১০ জানুয়ারি: বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ।

১৮ জানুয়ারি: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ,

ভেন্যু: বিকেএসপি, সাভার।

২০ জানুয়ারি: প্রথম ওয়ানডে,

ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম,

২২ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে,

ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম,

২৫ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে,

ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,

২৮-৩১ জানুয়ারি: চারদিনের প্রস্তুতি ম্যাচ,

ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম,

৩-৭ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট,

ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,

১১-১৫ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট,

ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link