যেকোনো বড় টুর্নামেন্টে ভাল করার পূর্বশর্ত ভারসাম্যপূর্ণ একাদশ, আর এই ভারসাম্য আনার কাজটাই করেন অলরাউন্ডাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাই বাড়তি মনোযোগ থাকবে অলরাউন্ডারদের ওপর। খেলা-৭১ তুলে ধরার চেষ্টা করেছে এমন কয়েকজনকে যারা অলরাউন্ডিং পারফরম্যান্সে মুগ্ধতা ছড়াতে মুখিয়ে আছেন।
- অক্ষর প্যাটেল (ভারত)
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজটা দেখলেই স্পষ্ট হবে অক্ষর প্যাটেলের গুরুত্ব। মিডল অর্ডারে ভারতের ট্রাম্প কার্ড হয়ে উঠেছেন তিনি, একটা হাফসেঞ্চুরি আছে, একটা চল্লিশোর্ধ্ব ইনিংস আছে। একই সাথে বাঁ-হাতি স্পিনার হিসেবেও অধিনায়কের আস্থা অর্জন করে নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই ব্যাটিং, বোলিং দুই বিভাগে অবদান রাখবেন এই তারকা সেটাই প্রত্যাশা।
- মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)
সাকিব আল হাসান নেই, মেহেদি হাসান মিরাজ তাই বাংলাদেশের নাম্বার ওয়ান চয়েজ। সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্সও প্রশংসা পাওয়ার মত, ব্যাটিংয়ে স্ট্রাইক রেট কিংবা মাথা খাটিয়ে বোলিং করার মত দুই একটা ঘাটতি কাটিয়ে উঠতে পারলে তিনি হয়ে উঠবেন পুরোদস্তুর ম্যাচ চেঞ্জার। বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরষ্কার পাওয়া এক্ষেত্রে বাড়তি অনুপ্রেরণা দিবে তাঁকে।
- সালমান আলী আঘা (পাকিস্তান)
রান তাড়ায় পাকিস্তানের রেকর্ড গড়ার দিনে সালমান আলী আঘা ছিলেন ম্যাচসেরা। ১৩৪ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেছিলেন তিনি, ব্যাট হাতে তাঁর সামর্থ্য নিয়ে তাই প্রশ্ন নেই। আবার পার্ট টাইমার হিসেবেও ভাল সুনাম কামিয়েছেন তিনি – ঘরের মাঠে তাই দর্শকেরা চেয়ে থাকবে অলরাউন্ডার আঘাকে দেখার জন্য।
- গ্লেন ফিলিপ্স (নিউজিল্যান্ড)
ব্যাটিং, বোলিং তো বটেই উইকেটকিপিংও ভালো জানা আছে গ্লেন ফিলিপ্সের। সত্যিকারের অলরাউন্ডার বলতে যা বোঝায় আরকি। ফর্মেও আছেন এই কিউই; সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে এক সেঞ্চুরি সহ করেছেন ১৫৩ রান, সেটাও একবারও আউট হওয়া ছাড়া। এছাড়া একটা উইকেটও পেয়েছেন তিনি – চ্যাম্পিয়ন্স ট্রফিতে এভাবে মি.অলরাউন্ডার রূপে আবির্ভাব ঘটবে তাঁর।
- মোহাম্মদ নবী (আফগানিস্তান)
আফগানিস্তান ক্রিকেটের জন্ম, উত্থান সবই সামনে থেকে দেখেছেন মোহাম্মদ নবী। সেই সাথে উত্থান ঘটেছে তাঁরও, ওয়ানডে র্যাংকিংয়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার এখন তিনিই। পারফরম্যান্সের প্রত্যাশা তাই তাঁকে ঘিরে ধরেছে, বিশেষ করে আফগানরা যদি বড় কিছু অর্জন করতে চায় তাহলে নবীকে ব্যাট-বল হাতে চমক দেখাতে হবে।
- লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)
বেন স্টোকসের অনুপস্থিতিতে বলতেই হয়, ইংল্যান্ড দলে সত্যিকারের অলরাউন্ডার আসলে নেই। তবে লিয়াম লিভিংস্টোন বদলে দিতে পারেন সব হিসেব নিকেশ; ব্যাট হাতে ঝড় তোলা তাঁর এক হাতের খেল, আর তাঁর অফ স্পিনও এশিয়ান কন্ডিশনে দারুণ কার্যকর হতে পারে।