যত কাণ্ড বিশ্বকাপের আগে!

গা ছমছম কী হয়, কী হয়! এমন অবস্থায় চলছে বাংলাদেশ ক্রিকেটে। বিশ্বকাপ সামনে, আর ক্রিকেটপাড়ায় নাটক হবে না, সেটা তো আর হতে দেওয়া যায় না। প্রতিবারের মতো এবারেও ঘটা  করেই চলছে তাঁর পূর্বপ্রস্তুতি। মাঠের খেলা নিয়ে ভ্রক্ষেপ নেই কারো, বড় আসরে যাওয়ার আগে বিতর্কের খেলায় মেতে উঠেছে সবাই।

গা ছমছম কী হয়, কী হয়! এমন অবস্থায় চলছে বাংলাদেশ ক্রিকেটে। বিশ্বকাপ সামনে, আর ক্রিকেটপাড়ায় নাটক হবে না, সেটা তো আর হতে দেওয়া যায় না। প্রতিবারের মতো এবারেও ঘটা  করেই চলছে তাঁর পূর্বপ্রস্তুতি। মাঠের খেলা নিয়ে ভ্রক্ষেপ নেই কারো, বড় আসরে যাওয়ার আগে বিতর্কের খেলায় মেতে উঠেছে সবাই।

একটু পেছনে ফিরে গেলে গল্পটা আরও পরিষ্কার হবে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, বাংলাদেশ বড় রকমের প্রত্যাশা নিয়েই সেবারের আসরে পা রাখতে যাচ্ছিল। তবে বিতর্কের রেখা বাধা হয়ে দাঁড়াল সামনে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত পারফরম্যান্সের খাতাটা ঠিকঠাক সন্তোষজনক ছিল না। তাই তো ফর্হহীন অধিনায়ককে বিশ্বকাপে পাঠানো নিয়ে আলোচনা-সমালোচনা চলল সমান তালে।

সাকিব আল হাসান আগুনে আরও ঘি ঢেলে দেন। ফটোসেশনে আসেননি তিনি, দল নিয়ে অভিমানের পারদ জমা হয়েছিল বোধহয়।  বিতর্ক তাই বাধ ভেঙে ধেয়ে আসে, ফলস্বরূপ বিশ্বকাপে ডাহা ফেল করলো বাংলাদেশ।

পরের গল্পটা ২০২৩, আরও এক ওয়ানডে বিশ্বকাপ। সবকিছুই ঠিকঠাক, অধিনায়ক তামিম ইকবাল খানও পরিকল্পনা গুছিয়ে ফেলেছেন। তবে এর মাঝেই শুরু হলো এক ঝড়। তামিম অবসর নিলেন, অধিনায়কত্ব ছাড়লেন, আবার ফিরেও এলেন। এর উপর যোগ হলো তামিম-সাকিব দন্দ। টালমাটাল বাংলাদেশকে খেসারত দিতে হলো মাঠের খেলায়। ফলাফল আরও এক ব্যর্থ বিশ্বকাপ।

এর সবশেষ সংযোজন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন সপ্তাহ বাকি নেই। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে যেতে চায় না বাংলাদেশ। আইসিসি থেকেও শেষ বার্তা আসেনি। তাই তো কেউ জানে না বাংলাদেশ খেলবে কি না, বা খেললেও কোথায় খেলবে। মানসিক প্রস্তুতি তাই ঠিকঠাক নিতে পারছে না ক্রিকেটাররা। এই পর্যন্ত শেষ হলেই বোধহয় ভালো হতো।

বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারার একমাত্র উপায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর এটাও এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। দায় এড়ানোর উপায় নেই ক্রিকেটারদেরও। পরিচালকদের পদত্যাগ দাবিতে খেলা বর্জন করেছিল তারা, দাবি মেনে নিলেও মাঠে ফেরেনি আর। ফলে বিসিবিও একেবারে মুখোমুখি অবস্থান নেয়, সিদ্ধান্ত নেয় বিপিএল স্থগিত করার।

এবার আসা যাক ভবিষ্যৎ সঙ্কট নিয়ে। সব দল যখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত, বাংলাদেশ তখন বিতর্কের উৎসবে মেতেছে। বিসিবির সাথে চলছে মান-অভিমান খেলা। এসবের পালা চুকে যাবে ঠিকই, বাংলাদেশ দল মাঠেও ফিরবে। তবে প্রস্তুতি নেওয়ার যে সময় চলে যাচ্ছে এটা কি ফিরে আসবে? নেমেই জয় করে ফেললাম, ক্রিকেটটা যে এখনও এতটা সহজ হয়নি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link