আইপিএল শুরু হতে আর বাকি নেই বেশি সময়, সব দলই তাই জোরেশোরে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে। ইতোমধ্যে নতুন আসরের জন্য অধিনায়ক ঠিক করে পরিকল্পনা করাও প্রায় শেষ তাঁদের। তবে প্রতিটা ফ্রাঞ্চাইজিতেই আছেন এক বা একাধিক বিকল্প অধিনায়ক, যাদের হাতে চাইলেই আর্মব্যান্ড দেয়া যায় – তাঁদের নিয়েই আজকের আয়োজন।
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – বিরাট কোহলি
লম্বা সময় ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ছিলেন বিরাট কোহলি, কিন্তু ২০২২ সালে ফাফ ডু প্লেসিসের হাতে নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। এবার ডু প্লেসিস না থাকায় তাঁকে ফিরিয়ে আনার গুঞ্জন উঠেছিল, তবে রজত পতিদারের ওপরেই ভরসা রেখেছে দলটা। যদিও পতিদার কোন ম্যাচে না থাকলে টস করতে দেখা যাবে বিরাটকে।
- মুম্বাই ইন্ডিয়ান্স – সুরিয়াকুমার যাদব, রোহিত শর্মা
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সুরিয়াকুমার যাদব, বাকি দুই সংস্করণের অধিনায়ক আবার রোহিত শর্মা। কিন্তু দু’জনেই আইপিএল খেলবেন হার্দিক পান্ডিয়ার অধীনে। সেরা ব্যাটারদের চাপমুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, যদিও হার্দিক কোন কারণে না খেলতে পারলে দায়িত্ব নিতে হবে সুরিয়াকে।
- চেন্নাই সুপার কিংস – মহেন্দ্র সিং ধোনি
অধিনায়কত্ব নিয়ে চেন্নাই বড্ড রক্ষণশীল, গত আঠারো বছরে তাঁরা মাত্র চারজনকে এই দায়িত্ব দিয়েছে। চারজনের মধ্যে মহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে যোজন যোজন এগিয়ে; সেজন্যই তিনি মাঠে থাকতে থাকতে নতুন অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কড়কে তৈরি করে নিচ্ছে দলটা। তবে এই তরুণ কোন ম্যাচ না খেললে ধোনিকেই এগিয়ে আসতে হবে আবার।
- গুজরাট টাইটান্স – রশিদ খান
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুজরাট টাইটান্সের সহ-অধিনায়ক ছিলেন রশিদ খান। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বেশ কয়েকবার দলকে নেতৃত্বও দিয়েছেন। অভিজ্ঞতা আর সামর্থ্য বিবেচনায় এবারও শুভমান গিলের ডেপুটি হিসেবে রাখা হবে তাঁকে।
- কলকাতা নাইট রাইডার্স – ভেঙ্কাটেশ আইয়ার
কে হবেন অধিনায়ক এমন প্রশ্নে ভেঙ্কাটেশ আইয়ারের নাম সবচেয়ে বেশি শোনা গিয়েছিল। তবে আজিঙ্কা রাহানের উপরেই ভরসা রেখেছে কলকাতা। যদিও তাঁর সহকারী হিসেবে থাকবেন ভেঙ্কাটেশ; দুইয়ে দুইয়ে চার মিললে অধিনায়কত্বও করতে হতে পারে।
- দিল্লি ক্যাপিটালস – ফাফ ডু প্লেসিস
আন্তর্জাতিক কিংবা আইপিএল উভয় পর্যায়ে নেতৃত্বের অভিজ্ঞতা আছে ফাফ ডু প্লেসিসের। অবশ্য দিল্লি বেছে নিয়েছে বহুদিনের সঙ্গী অক্ষর প্যাটেলকে। সেই সাথে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে প্রোটিয়া তারকার নাম।
- লখনৌ সুপার জায়ান্টস – নিকোলাস পুরান
জাতীয় দলকে বড় মঞ্চে নেতৃত্ব দিয়েছেন নিকোলাস পুরান, লোকেশ রাহুলের অনুপস্থিতিতে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কও ছিলেন। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে দলটা বেছে নিয়েছে ঋষাভ পান্তকে। যদিও পুরান থাকবেন নেতৃত্বের জায়গায়, হয়তো পান্তের সহকারী হিসেবে।
- পাঞ্জাব কিংস – গ্লেন ম্যাক্সওয়েল
রেকর্ড মূল্যে শ্রেয়াস আইয়ারকে দলে নেয়ার পর পাঞ্জাব কিংস তাঁকেই আর্মব্যান্ড দিবে সেটাই স্বাভাবিক। তবে তিনি যদি কোন ম্যাচ খেলতে না পারেন সেক্ষেত্রে বিকল্প হওয়ার দৌড়ে এগিয়ে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। অতীতে পাঞ্জাবের কাপ্তান ছিলেন এই অজি ক্রিকেটার।
- রাজস্থান রয়্যালস – নিতীশ রানা
সঞ্জু স্যামসনের ওপর রাজস্থান রয়্যালস আরো একবার ভরসা রেখেছে, সেটাই অবশ্য সবার ধারণা ছিল। কিন্তু জশ বাটলার না থাকায় বিকল্প অধিনায়ক নিয়ে খানিকটা সংশয়ের মুখে পড়েছে তাঁরা; আর এক্ষেত্রে সমাধান হতে পারেন নিতীশ রানা।
- সানরাইজার্স হায়দ্রাবাদ – হেনরিখ ক্লাসেন
একমাত্র ফ্রাঞ্চাইজি হিসেবে বিদেশি কাউকে নেতৃত্বভার দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্যাট কামিন্স গত মৌসুমে কাছে গিয়েও পারেননি, অপূর্ণতা মিটিয়ে দিতে চাইবেন এ আসরে। হেনরিখ ক্লাসেন সাহায্য করবেন তাঁকে, উইকেটের পিছন থেকে বুদ্ধি দেয়া থেকে শুরু করে তাঁর অনুপস্থিতিতে দলকে এগিয়ে নেয়া – ক্লাসেনের কাছে হায়দ্রাবাদের চাওয়ার আছে অনেক কিছু।