২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিয়েছিলেন মোহাম্মদ আমির, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে অভিমান করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। এরপর থেকে গত চার বছর জাতীয় দলের বাইরে আছেন এই বাঁ-হাতি, তবে এসময়টাতে অনেকবারই তাঁকে ফেরানোর দাবি উঠেছে।
এবার সে রকম ইঙ্গিত দিলেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তাঁর বিশ্বাস, বড় একটা সময় দলের বাইরে থাকলেও পাকিস্তান দলে ফেরার সামর্থ্য রয়েছে আমিরের মাঝে। নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদিদের সঙ্গে এই অভিজ্ঞ পেসারের তুলনা করেন তিনি।
পাক কিংবদন্তি বলেন, ‘এখনও আমির খুব সহজে পাকিস্তান দলে জায়গা করে নিতে পারবে। সে হারিস রউফ, নাসিম শাহ এবং শাহীন আফ্রিদির ক্যাটাগরিতে পড়ে। তাঁর মাঝে ক্রিকেটকে দেয়ার মত অনেক কিছুই বাকি আছে এবং তাই পাকিস্তানের হয়ে তাঁর অবশ্যই খেলা উচিত।’
আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুসের কণ্ঠেও ঝরেছে একই সুর। শক্তিশালী ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আমির কেমন পারফর্ম করেছেন সেটি বিবেচনা করতে অধিনায়ক শাহীন শাহকে পরামর্শ দিয়েছেন তিনি।
এই তারকা বলেন, ‘আমি আশা করব প্লে অফে আমিরের পারফরম্যান্স শাহীন শাহ দেখেছে। কেননা তাঁর এটা দেখা দরকার, যখন উইকেটে সিম, সুইং পাওয়া যায় তখন কিভাবে লেন্থ ঠিক রেখে বল করতে হয় সেটা শেখা উচিত তাঁর।’
পিএসএলের নবম আসরে নয় ইনিংস বল করে দশ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আমির। বোলিং গড় আর ইকোনমি এই দুই ক্ষেত্রেও সেরাদের তালিকায় উপরের দিকে আছে তিনি। এখন দেখার বিষয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের সবুজ জার্সিতে তাঁর প্রত্যাবর্তন ঘটে কি না ৷ সেজন্য অবশ্য বোর্ড, টিন ম্যানেজম্যান্ট এবং এই পেসারের সদিচ্ছা থাকতে হবে।