সম্পাদকের বাছাই

সাকিব একটাই, তাঁকে চেনা বড় দায়

কে কী বলেছিল, সেসব রেখে নিজের কথায় আসি। ব্যক্তিগতভাবে আমি এখনও পর্যন্ত সাকিবের ক্যারিয়ারের শেষ দেখার দু:সাহসটা করতে পারিনি। কারণটা তাঁর ক্যালিবার। আর সে ক্যালিবারটা হলো, বরাবরই সমালোচনার মুখে একদম আলো কেড়ে নেওয়া…

ফুটবল

ভিন্ন চোখ

সাক্ষাৎকার