মেসির হাতে বিশ্বকাপ, ক্রিকেটপাড়ায় উচ্ছ্বাস

ফুটবল বিশ্বকাপের ফাইনাল শেষে লিওনেল মেসি মঞ্চে উঠবেন। প্রায় ছয় কিলো ওজনের স্বর্নালি ট্রফিটা থাকবে সামনে। ভিন গ্রহের ফুটবলার মেসি সেই ট্রফির সৌন্দর্য মুহূর্তে দিগুন করে দিবেন। তাঁর হাতের আলতো একটা ছোঁয়া, খুব কাছে থেকে তাকিয়ে দেখা, তারপর একটা চুমু। ব্যাস, এটুকুই। এই মুহূর্তটার সামনে পৃথিবীর সবকিছু ফিকে হয়ে যায়, থমকে যায় সবকিছু।

এই মুহূর্তটার জন্য ৩৬ বছরের অপেক্ষা। এই মুহূর্তটার কাছে হেরে যায় তিন যুগের কত শত আক্ষেপ। আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্বপ্নের এক প্রহর। ফুটবল ছাপিয়ে যে মুহূর্তে বিভোর করে দেয় গোটা দুনিয়াকে। যেখান থেকে রেহাই পান না দুনিয়া কাঁপানো ক্রিকেটাররা।

মেসির হাতে বিশ্বকাপ, আর্জেন্টিনার জার্সিতে যুক্ত হওয়া আরেকটা তারকা। এসব যেন বিশ্বাস হতে চায় না। কেমন একটা ঘোরের মধ্যেই পথে নেমে পড়েন মাশরাফি বিন মর্তুজা। ঢাকঢোল পিটিয়ে উদযাপন করেন আর্জেন্টিনার বিশ্ব জয়। বোঝার উপায় নেই মাশরাফি এত বড় তারকা, এই রাতে তিনি স্রেফ একজন ভক্ত।  যার ২৮ বছরের আক্ষেপ ঘুচেছে। তাইতো নিজের সন্তানদের নিয়ে নেমেও পড়েছিলেন রাস্তায়।

আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলেও, মাশরাফির অপেক্ষাটা ২৮ বছরের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাশরাফি জানান, ‘বোঝার পর আমার ২৮ বছরের অপেক্ষা। শেষ পর্যন্ত উদযাপনটা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা।’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে স্বপ্নপূরণ হয়েছে মাশরাফির। তবে মনের গভীরে আরও বিশাল স্বপ্ন আছে এই ক্রিকেটারের মনে। সেই স্বপ্নটা অবশ্য ক্রিকেটকে নিয়েই, সেই স্বপ্নটা বাংলাদেশকে নিয়ে। মাশরাফি আরেকবার এমন উল্লাস করতে চান, আরেকবার এমন রাস্তায় নামতে চান। তবে সেটা বাংলাদেশের করতে চান বাংলাদেশের বিশ্বকাপ জয়ের পর।

নিজের ফেসবুক পোস্টে লিখেন, ‘আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ কোন একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই।’ বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারলে হয়তো মাশরাফির উদযাপনটা হবে আরও বাঁধভাঙা।

মাশরাফির মত সাকিব আল হাসানও আর্জেন্টিনার ভক্ত, লিওনেল মেসির ভক্ত। গতকালই শেষ হয়েছে ভারতের সাথে বাংলাদেশের টেস্ট ম্যাচ। ম্যাচ শেষে সাকিব ঢাকায় ফিরে দেখেছেন আর্জেন্টিনার ম্যাচ। তবে মেসির হাতে বিশ্বকাপ ওঠার পর আর ঘরে বসে থাকতে পারেননি সাকিব।

মাঝরাতে উদযাপন করতে চলে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাকিবকে ঘিরে শুরু হয় আরেক দফা উল্লাস। দেশের ক্রিকেটে আরও অনেকেই আছেন যারা মাশরাফি কিংবা সাকিবের মত আর্জেন্টিনার সমর্থক। যারা অপেক্ষা করেছেন মেসির হাতে একটা বিশ্বকাপ দেখার জন্য।

যেমন লিটন দাসও উপভোগ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। বাংলাদেশের আরেক ওপেনার এনামুল হক বিজয়ও মুগ্ধ আর্জেন্টিনার পায়ের জাদুতে। সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দেশের ক্রিকেটাঙ্গনেও নেমে এসেছে উৎসব।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link