দুর্নীতি তদন্তে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি চাপে

২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নামার আগে বড় সংকটে পড়েছে আর্জেন্টিনা। মাঠের বাইরে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘিরে শুরু হওয়া এক ভয়াবহ দুর্নীতি তদন্ত জাতীয় দল ও তাদের প্রস্তুতিকে ফেলেছে অনিশ্চয়তার ছায়ায়।

২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নামার আগে বড় সংকটে পড়েছে আর্জেন্টিনা। মাঠের বাইরে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘিরে শুরু হওয়া এক ভয়াবহ দুর্নীতি তদন্ত জাতীয় দল ও তাদের প্রস্তুতিকে ফেলেছে অনিশ্চয়তার ছায়ায়।

গত বছরের ডিসেম্বর মাসে এএফএর আর্থিক কর্মকাণ্ড নিয়ে একটি ফেডারেল তদন্তের সূচনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, এই তদন্তে সরাসরি জড়িয়ে পড়েছেন সংস্থার সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী  পাবলো তোভিজিনো।

তদন্ত এগোতে এগোতে নজরে আসে বুয়েনোস আইরেস প্রদেশের ভিলা রোসায় অবস্থিত একটি বিশাল র‍্যাঞ্চ স্টাইল কম্পাউন্ড। প্রায় ১১ লাখ ৩৪ হাজার ৩৫২ বর্গফুট আয়তনের এই সম্পত্তিটি অভিযোগ অনুযায়ী তাপিয়া ও তোভিজিনোর মালিকানাধীন।

ইতোপূর্বেই আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ এক পোস্টে এএফএ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ আনেন। কার্লোস তেভেজের অভিযোগ প্রকাশের কয়েক মাস পর বিষয়টি কথা বলেন পিলার অঞ্চলে কোয়ালিসিওন সিভিকার শাখার সভাপতি মাতিয়াস ইয়োফে।

তিনি রয়টার্সকে জানান, তিনি ও তাঁর সহকর্মীরা ওই সম্পত্তিতে কাজ করা প্রায় ১০ জন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, তাপিয়া কিংবা তোভিজিনোকেই তারা ওই জায়গার প্রকৃত মালিক বলে মনে করতেন।

ইয়োফে আরও জানান, একজন কর্মচারী জানিয়েছেন একবার ক্লাউদিও তাপিয়া হেলিকপ্টারে করে সেখানে আসেন এবং কর্মরতদের ফুটবল জার্সি উপহার দেন।

ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আর ৫ মাসেরও কম সময় বাকি।  তার আগে এমন বিতর্ক ও আইনি জটিলতা আর্জেন্টিনার ফুটবলে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

 

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link