জেসুস গোল করলে হারতে মানা

এখন পর্যন্ত গানার্সদের হয়ে ৬৫ ম্যাচে গোল করেছেন জেসুস, আর এই ৬৫ ম্যাচে একবারও পরাজয়ের স্বাদ পায়নি দলটা।

গ্যাব্রিয়েল জেসুস কি জাদু জানেন? মনে হতে পারে মজার করার জন্য করা হয়েছে প্রশ্নটা, কিংবা পেশাদার ফুটবলার হলেও শখের বশে হয়তো সত্যিই জাদু শিখেছেন জেসুস। কিন্তু ফুটবলীয় পরিসংখ্যান তাঁকে সত্যিকারের জাদুকর-ই বলছে; কারণ তিনি গোল করলে আর্সেনাল হারে না।

এক দুই ম্যাচ নয়, ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমানোর পর থেকেই এমন জাদু দেখাতে শুরু করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এখন পর্যন্ত গানার্সদের হয়ে ৬৫ ম্যাচে গোল করেছেন তিনি, আর এই ৬৫ ম্যাচে একবারও পরাজয়ের স্বাদ পায়নি দলটা। হয় জিতেছে, নাহলে অন্তত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে।

এইতো ব্রেন্টফোর্ডের বিপক্ষেও আর্সেনালের রক্ষাকবচ হিসেবে আবির্ভূত হয়েছেন সেলেসাও তারকা। ম্যাচের মাত্র ১৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল তাঁরা; তবে দলকে সমতায় ফেরাতে খুব একটা দেরি করেননি তিনি – সবশেষ চার ম্যাচে এ নিয়ে ছয় গোল করলেন তিনি। বলতেই হয়, সময়টা ভালোই কাটছে তাঁর।

সেই তুলনায় আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি একটু বোধহয় ম্লান হয়ে আছেন। বিশেষ করে প্রত্যাশার সঙ্গে তাঁর পারফরম্যান্সের ফারাক ভালভাবেই চোখে পড়ছে। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তিনিও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখলেন। লেফট উইংয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি, আর দুর্ধর্ষ এক ভলিতে আদায় করে নিয়েছেন গোল।

ইনজুরির কারণে দলের মেইনম্যান বুকায়ো সাকা একাদশে ছিলেন না এদিন। তবে মিকেল আর্তেতার সব দুশ্চিন্তা হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন দুই গ্যাব্রিয়েল। তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মিকেল মেরিনোর কল্যাণে ৩-১ গোলের বড় জয় পেলো আর্সেনাল। এর মধ্য দিয়ে পুনরায় টেবিলের দুই নম্বরে উঠে এসেছে তাঁরা।

এক ম্যাচ কম খেলা লিভারপুল অবশ্য এগিয়ে আছে ছয় পয়েন্টের ব্যবধানে। কিন্তু সবে তো মাত্র মৌসুমের মাঝামাঝি, অনিশ্চয়তার খেলা ফুটবলে বলা যায় না কিছুই। গানার্স সমর্থকেরা তাই চাইলে আশায় বুক বাঁধতে পারেন – যদিও সেজন্য মার্টিনেল্লি, জেসুসদের হতে হবে আরো বেশি ধারাবাহিক।

Share via
Copy link