অবিশ্বাস্য নাকি অলৌকিক – আর্সেনাল বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচের প্রথমার্ধ আপনি ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? একটার পর একটা গোল, চোখের পলক ফেলার আগেই উদযাপনের দৃশ্য ভেসে উঠে টিভি পর্দায়। সবমিলিয়ে সাত গোল হয়েছে বিরতির আগে, অর্থাৎ একটা গোলের জন্য সাত মিনিটও অপেক্ষা করতে হয়নি।
প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন দিন তাই বিরল, পুরো ইতিহাস ঘেঁটে ফেললে হাতেগোনা কয়েকটা ঘটনা পাওয়া যাবে। একটা একক অর্ধে সাতটি গোল এর আগে মাত্র তিনবার দেখা গিয়েছিল।
অবশ্য আর্সেনাল মাঠে নামবে আর গোল বন্যা তৈরি হবে এমনটা স্বাভাবিক হয়ে গিয়েছে। চলতি ২০২৪ সালেই সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচবার পাঁচ বা তার বেশি গোল দিয়েছে দলটি। অন্যদিকে ওয়েস্ট হ্যাম গোল হজমেই আনন্দ খুঁজে নিয়েছে। পাঁচ বা তার বেশি গোল চারবার হজম করেছে তাঁরা, আর চলতি বছর প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল হজমের রেকর্ডও তাঁদের দখলে।
শুরুটা করেছিলেন গ্যাব্রিয়েল মেগালহেস, কর্নার থেকে দারুণ একটা হেডে জাল খুঁজে নেন তিনি – সেট পিস থেকে গোল করা বোধহয় তাঁর নেশায় পরিণত হয়েছে। খানিক বিরতি দিয়ে স্কোরবোর্ডে নাম তুলেছেন লিওনার্দো ট্রসওয়ার্ড – ওয়েস্ট হ্যামের বিপর্যয় আরো ঘনীভূত হয় ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি হজম করলে, মৌসুমের প্রথম পেনাল্টি থেকে গোল করতে ভুল হয়নি অধিনায়ক মার্টিন ওডেগার্ডের।
প্রথমার্ধের অন্তিম মুহূর্তে আরো একটা পেনাল্টি পায় গানার্সরা, এবার বুকায়ো সাকা গোল করেন। এর আগে কাই হাভার্টজও পেয়েছিলেন জালের দেখা। সবমিলিয়ে পাঁচ গোল – মাঝে ওয়েস্ট হ্যাম দুই গোল শোধ দিলেও সেটা কেবল ব্যবধান কমিয়েছে।
এই ম্যাচ দিয়ে সাকার অ্যাসিস্ট সংখ্যা পা রাখলো দুই অঙ্কের ঘরে, পাঁচ গোলের পাশাপাশি দশটা অ্যাসিস্ট করেছেন তিনি। তাঁর এমন ধারাবাহিকতার কল্যাণে আবারো টেবিলের দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল – ১৩ ম্যাচ শেষে তাঁদের সংগ্রহ ২৫ পয়েন্ট।