ভাদোদরা ও রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ভারতীয় দল তিনজন বিশেষজ্ঞ পেসার – মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে মাঠে নামে। তবে এই কম্বিনেশন নিয়েই এবার প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ।
প্রথম দুই ম্যাচে পেসার আর্শদ্বীপ সিংকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্তকে বিস্ময়কর বলেই মনে করছেন কাইফ। তাঁর মতে, উইকেট নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আর্শদ্বীপকে বসিয়ে রেখে ব্যয়বহুল প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ দেওয়ার কোনো যুক্তি নেই।
দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হারের পর নিজের ইউটিউব চ্যানেলে কাইফ স্পষ্ট ভাষায় বলেন, ২০২৭ বিশ্বকাপ জিততে চাইলে শুধু ব্যাটারদের করা বড় রানের ওপর নির্ভর করলে চলবে না, মাঝেমধ্যে আদর্শ রান করেও ম্যাচ জেতার মানসিকতা ও দক্ষতা গড়ে তুলতে হবে দলকে।

কাইফ বলেন, ‘আর্শদ্বীপ একজন প্রমাণিত উইকেটশিকারি। অথচ তাকে বাইরে রেখে প্রসিদ্ধকে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’ তাঁর ভাষ্যমতে বিশ্বকাপ জিততে চাইলে ২৭০-২৮০ রান করেও ম্যাচ জিততে শিখতে হবে।
শিশির (ডিউ) নিয়ে চলা আলোচনাকেও গুরুত্ব দিতে নারাজ কাইফ। তাঁর মতে, পরিস্থিতি নিয়ে অভিযোগ না করে, যেকোনো অবস্থায় ম্যাচ জয়ের পথ খুঁজে বের করাই বড় দলের পরিচয়। শিশির নিয়ে সমস্যা হলে সেটার প্রতি অভিযোগ না করে কীভাবে শিশিরের মধ্যেও ভালো বল করা যায়, সেটাই আয়ত্ত্ব করতে হবে।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ভেন্যুতে ভারতের রেকর্ডও আত্মবিশ্বাস জোগানোর মতো। এই মাঠে খেলা আগের পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে ২০০৬ ও ২০০৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৭ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও তাই পুনরাবৃত্তি করতে চাইবে শুভমান গিলের দল।










