টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলা। পুরো টুর্নামেন্ট জুড়ে চলে চার- ছক্কা – উইকেটের রেকর্ড ভাঙার লড়াই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। এবারও দেখা যেতে পারে বেশ কিছু নতুন রেকর্ডের। সেই রেকর্ডগুলর মধ্যে রয়েছে সর্বোচ্চ চার, দ্রুততম শতক, সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ড।
- সর্বাধিক চার
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি। তাঁর মুকুটে যুক্ত হতে পারে রেকর্ডের নতুন পালক। কেননা সর্বাধিক চারের তালিকায় ১০৩ টি চার নিয়ে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের ঠিক পারেই অবস্থান বিরাট কোহলির।
৯১ টি চার নিয়ে কোহলির পরে আছেন রোহিত শর্মা এবং ৮৬ টি চার নিয়ে রোহিতের পরে অবস্থান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। আর এবারের বিশ্বকাপেই মাহেলার জায়গাটা দখলে নিতে পারেন।
- দ্রুততম শতক
ওয়েস্ট ইন্ডিজের দানব ক্রিস গেইল দখলে রেখেছেন দ্রুততম শতকের রেকর্ড। বিশ্বকাপের মঞ্চে এই ক্যারিবীয় দানব মাত্র ৪৭ এবং ৫০ বলেই পৌঁছে যান শতকের দুয়ারে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েছেন নামিবিয়ার জান নিকোল লোফটি ইটন। নেপালের বিপক্ষে মাত্র ৩৩ বলে শতকের কোঠা ছুঁয়ে ফেলেন এই বাঁ হাতি ব্যাটার। এবারের বিশ্বকাপে তাইতো নতুন রেকর্ডের আভাসই দিচ্ছেন নামিবিয়ান এই ক্রিকেটার।
- সর্বাধিক ক্যাচ
টি-টোয়েন্ত বিশ্বকাপে সর্বাধিক ক্যাচ তালু-বন্দির রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তী এবি ডি ভিলিয়ার্স। সর্বোচ্চ ২৩ টি ক্যাচ নিয়ে তিনি আছেন তালিকার শীর্ষে। তবে ২১ টি ক্যাচ নিয়ে ডি ভিলিয়ার্সের পরেই অবস্থান ডেভিড ওয়ার্নারের। আর রোহিত শর্মা – গ্লেন ম্যাক্সওয়েল উভয়েই ঝুলিতে আছে ১৬ টি ক্যাচ। ফিল্ডিংয়ে আধিপত্যের এই লড়াইয় টুর্নামেন্টে যোগ করেছে বাড়তি উত্তেজনা।
- প্রথম দল হিসেবে আইসিসির সকল ট্রফি জয়
আসন্ন বিশ্বকাপে এক অনন্য রেকর্ড অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। ২০২৩ সালে তাঁরা স্বাদ পেয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ের মুকুট অর্জন করতে পারলে আইসিসির ইভেন্টের একচ্ছত্র আধিপত্য করবে প্যাট কামিন্সের দল। যদিও অস্ট্রেলিয়ার যুব এবং মহিলা দলের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি বিশ্বকাপ। এবারে বিশ্বকাপ জিতলে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে এক অনন্য মাত্রায়।
- এক আসরে সর্বোচ্চ রান
২০১৪ সালে বিশ্বকাপের আসরে ৬ ম্যাচে ৩১৯ রান করে, এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক বিরাট কোহলি। ২০ দলের অংশগ্রহনে এবারের বিশ্বকাপে কোহলির এই রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা বেশ প্রবল।
তাইতো বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে রেকর্ড ভাঙ্গার এক বিশ্বকাপ । কারা হবেন সেই সব রেকর্ডধারী, নতুন করে কোনও রেকর্ড গড়বেন কি তাঁরা? তা দেখার অপেক্ষাতেই আছে বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমী।