মাইলফলক ছুঁয়েই সরে দাঁড়ালেন অশ্বিন!

রাজকোট টেস্টেই ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন রবিচন্দন অশ্বিন। তবে ইংল্যান্ডের বিপক্ষে এ টেস্টের দ্বিতীয় দিনের পর আর মাঠেই নামা হচ্ছে না এ স্পিনারের। জানা গেছে, মায়ের অসুস্থতার কারণেই চলতি টেস্টে আর দেখা যাবে না অশ্বিনকে। 

এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)  নির্দিষ্ট করে অশ্বিনের মায়ের অসুস্থতার কথা স্পষ্ট করে উল্লেখ না করলেও সহ-সভাপতি রাজীব শুক্লার একটা টুইটে তা পরিস্কার হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, জানিয়েছেন, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মায়ের পাশে থাকতে চেন্নাই চলে যাচ্ছেন অশ্বিন।

এর আগে বিসিসিআইয়ের সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেন, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর এই পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমাদের কাছে একজন খেলোয়াড় ও তাঁর প্রিয়জনের স্বাস্থ্য ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অশ্বিন ও তাঁর পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি। ভবিষ্যতে যে কোনও দরকারে বোর্ডকে পাশে পাবে অশ্বিন। পাশাপাশি, বোর্ডের সঙ্গেও এই ক্রিকেটারের নিয়মিত যোগাযোগ থাকবে।’

এ দিকে ম্যাচের মাঝপথে অশ্বিন নিজের নাম তুলে নেওয়ায় ভারতকে এক জন বোলার কম নিয়েই খেলতে হবে। অশ্বিনের পরিবর্তে মাঠে ফিল্ডার নামানো গেলেও কেউ তাঁর জায়গায় বল করতে পারবেন না। ফলে রবীন্দ্র জাদেজা এবং কুলদ্বীপ যাদব, এই দুই স্পিনারকেই সামলাতে হবে স্পিন আক্রমণ। 

তবে রাজকোট টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার দিনেই আবার ইতিহাস গড়েছিলেন অশ্বিন। জ্যাক ক্রলিকে আউট করে ৫০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এ স্পিনার। যে কীর্তি অশ্বিনের আগে একজন ভারতীয় স্পিনারই করতে পেরেছিলেন। তিনি অনিল কুম্বলে।

আর সব মিলিয়ে ৫০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে অশ্বিন টেস্ট ইতিহাসের নবম বোলার। যে স্পর্শ করতে অশ্বিনের লেগেছে ৯৮ ম্যাচ। অশ্বিনের চেয়ে কম ৮৭ ম্যাচে ৫০০ তম উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link