এশিয়া কাপের মহারণের জন্য প্রস্তুত ভারতীয় দল। মহাদেশীয় এই টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা করেছে তারা। তবে এই দলে থাকা পাঁচজন ক্রিকেটারের দিকেই থাকবে বাড়তি নজর — যারা হতে পারেন এবারের আসরে ভারতের এক্স-ফ্যাক্টর।
- অভিষেক শর্মা
ওপেনিংয়ে ভারতের তুরুপের তাস হবেন অভিষেক শর্মা। আক্রমণাত্মক মেজাজের এই ব্যাটারের সক্ষমতা রয়েছে পাওয়ার প্লেতেই ম্যাচের লাগাম নিজের হাতে ধরায়।
এখন পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ১৭ টি-টোয়েন্টি খেলে রান করেছেন ৫৩৫। তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার তাঁর ১৯৩.৮৪ স্ট্রাইক রেট। বর্তমানে টি-টোয়েন্টির নম্বর ওয়ানও তিনি।

ব্যাট হাতে যেদিন জ্বলে ওঠেন প্রতিপক্ষ বোলারের কিছুই করার থাকে না। তাই এশিয়া কাপে তাঁর আগ্রাসন ভারতের জন্য হতে পারে বিশেষ কিছু।
- সুরিয়াকুমার যাদব
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে সুরিয়াকুমার যাদব যেন বিপ্লবের নাম। মাঠের চারপাশে একক শাসন চলে তাঁর। যতক্ষণ ক্রিজে থাকেন বোলারদের জন্য তিনি রীতিমতো এক আতঙ্ক। এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ছিলেন চেনা ছন্দে। ১৬ ম্যাচে রান করেছেন ৭১৭ যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ।
শুধু ব্যাটিং নয়, এবার ভারতের অধিনায়কও তিনি। তাই তো গোটা দলের সেনাপতি হিসেবে এশিয়া কাপে তাঁর উপরই ভারতের ভরসা থাকবে।

- হার্দিক পান্ডিয়া
ভারতের দলে লাক্সারি এনে দেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হোক কিংবা বল একই সাথে দুই ভূমিকায় পারফর্ম করতে পারেন সমান তালে। ভারতের ফিনিশিং রোলে তিনি সবচেয়ে বড় ভরসা। সেই সাথে বল হাতে অধিনায়কের আস্থার নামও তিনি। তাই এশিয়া কাপে হার্দিক হবেন প্রতিপক্ষের মাথাব্যথার কারণ।

- কুলদীপ যাদব
ভারতের চায়নাম্যান কুলদীপ যাদবের ঘূর্ণি জাদু এশিয়া কাপে ভারতের জন্য হতে পারে আশীর্বাদ। সংযুক্ত আরব আমিরাতের উইকেট সাধারণত স্পিনবান্ধব, তাই তো কুলদিপের জন্য কাজটা সহজই হবে। মাঝের ওভারে রান আটকে রাখা আর গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দেওয়ার দায়িত্ব তার কাঁধে থাকবে।

- জাসপ্রিত বুমরাহ
ভারতের পেস আক্রমণের নেতা হিসেবেই এশিয়া কাপে যাচ্ছেন জাসপ্রিত বুমরা। নতুন বল হোক বা ডেথ ওভার, সবখানেই তার অস্ত্রঘাতী ইয়র্কার ও বৈচিত্র্য প্রতিপক্ষকে বিপদে ফেলার জন্য যথেষ্ট। অভিজ্ঞতা আর সক্ষমতা বিবেচনায় ভারতের সবচেয়ে বড় আস্থার নাম বুমরাহ।

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে এই পাঁচ তারকার থাকবে বড় ভূমিকা, একসাথে জ্বলে উঠতে পারলে আসরজুড়ে একচেটিয়া দাপট চলবে ভারতের।











