অবশেষে এশিয়া কাপ ট্রফি বিতর্কের সমাধানের পথ খুলছে। দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থা দূর করতে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা মুখোমুখি বসেছেন, আর তাতে মিলেছে ইতিবাচক ইঙ্গিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যস্থতায় দুই বোর্ডের সম্পর্ক এখন নতুন করে উষ্ণ হতে শুরু করেছে।
ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, এশিয়া কাপ ট্রফি নিয়ে উদ্ভূত বিরোধের বিষয়ে আলোচনার উদ্যোগ নেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তিনি বলেন, ‘আমি আইসিসির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই ধরনের বৈঠকেই অংশ নিয়েছি, যেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও উপস্থিত ছিলেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিক এজেন্ডায় ছিল না, তবু আইসিসি আমাদের দুজনের মধ্যে আলাদা বৈঠকের ব্যবস্থা করে, যেখানে একজন সিনিয়র আইসিসি কর্মকর্তা উপস্থিত ছিলেন।’
সাইকিয়া আরও বলেছেন, ‘এটা ছিল আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য একটি গঠনমূলক পদক্ষেপ। দুই পক্ষই সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচকভাবে মতবিনিময় করেছে।’

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও সিইও সঞ্জয় গুপ্তার মধ্যস্থতায় এই আলোচনাগুলো সম্ভব হয়েছে বলে জানা গেছে। তাঁদের উদ্যোগেই দুই বোর্ডের মধ্যে তৈরি হয়েছে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ, যা ট্রফি বিতর্কের অবসানে সহায়তা করতে পারে।
এই বৈঠককে দুই দেশের ক্রিকেট সম্পর্কের জন্য ইতিবাচক মোড় হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ ট্রফি, যা বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দুবাই অফিসে পিসিবি প্রধান ও এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভির নির্দেশে তালাবদ্ধ অবস্থায় রয়েছে, শিগগিরই বিজয়ী দল ভারতের হাতে তুলে দেওয়া হবে।
জানিয়ে রাখা ভাল, গত ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে করে এশিয়া কাপ জিতে নেয়। তবে ভারতীয় দল ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, কারণ এসিসি চেয়ারম্যান হিসেবে প্রটোকল অনুযায়ী পিসিবি চেয়ারম্যান নাকভিরই ট্রফি তুলে দেওয়ার কথা। নাকভিও ট্রফি নিয়ে চলে যান হোটেলে।

সব শেষে সেই জট খুলতে শুরু করেছে। দুই বোর্ডের এই সাম্প্রতিক বৈঠক ক্রিকেটের কূটনৈতিক টানাপোড়েন কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার পথে নতুন দিগন্ত খুলে দিয়েছে।










