সিরিজ হারের সাথে সাথে গঞ্জনাও শুনতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের উল্লাসের ধরণে বিরক্ত অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর মতে, শাস্তির কোনও সম্ভাবনা নেই বলে ভারতীয় ক্রিকেটারেরা মাঠে যা ইচ্ছে তাই করেছেন সিডনি টেস্টে।
প্রথম দিন খেলার শেষ বলে উসমান খাজাকে আউট করেন জাসপ্রিত বুমরাহ। এরপরই তিনি তেড়ে যান স্যাম কন্সটাসের দিকে। যোগ দেন বিরাট কোহলি, লোকেশ রাহুলেরা। এই ঘটনা ভাল ভাবে নেয়নি অস্ট্রেলিয়া দল।
তিন দিনে শেষ হওয়া টেস্টের শেষেও রইল এর রেশ। কোচ ম্যাকডোনাল্ড বলেন, ‘ওরা ইচ্ছে করে কন্সটাসকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমার দায়িত্ব, খেলোয়াড়দের মানসিকতার যত্ন নেওয়া। কন্সটাস মানসিক ভাবে ঠিক আছে কিনা, জিজ্ঞেস করেছিলাম। তখন অনেক কিছুই জানতে পারি।’
যদিও, ঘটনার সূত্রপাত কন্সটাসের হাত ধরেই। বুমরাহকে আগে কিছু বলেছিলেন অজি এই ব্যাটার। খাজা চেষ্টা করছিলেন সময় নষ্ট করার। বুমরাহ বল করতে যাওয়ার সময় কনস্টাস আম্পায়ারকে কিছু একটা বলেন। তাতে আরও সময় নষ্ট হয়। এই বিষয়টি ভাল ভাবে নেয়নি ভারতীয় দল।
তবুও, আইসিসির বিষয়টি দেখা উচিত বলে মনে করেন ম্যাকডোনাল্ড। কোনও শাস্তি নেই বলে এভাবে মাঠে উল্লাস করা যায় না। তিনি বলেন, ‘উদযাপনের ওপর কোনো শাস্তি নেই। ক্রিকেটের নিয়মের মধ্যে থেকে তা করা যায়। কিন্তু তাই বলে যা ইচ্ছে তাই করা যায় না। শাস্তি হবে না বলে ওরা যা ইচ্ছে তাই করছে। এটা ঠিক নয়। আমার মনে হয়, আইসিসির বিষয়টি দেখা উচিত।’