অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ম্যাজিকেল বোলিংয়ে ব্যাকফুটে থেকেও কানপুরে তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বিনা উইকেটে ১৫১ থেকে নিউজিল্যান্ডকে মাত্র ২৯৬ রানেই গুড়িয়ে যায় সফরকারীরা। ৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনশেষে ১ উইকেটে ১৪ রান সংগ্রহ করেছে ভারত।
আগের দিনের বিনা উইকেটে ১২৯ রান নিয়ে খেলতে নেমে দলের রান ২২ যোগ করতেই দেড়শো রানের জুটি ভাঙেন অশ্বিন। উইল ইয়ঙকে ৮৯ রানে ফিরিয়ে প্রথম আঘাত হানেন এই অভিজ্ঞ অফস্পিনার। কেন উইলিয়ামসনের সাথে দ্বিতীয় উইকেটে ৪৬ রান করে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলেন টম ল্যাথাম। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে উইলিয়ামসন ১৮ রানে ফিরলে দ্বিতীয় উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।
এরপর বাকিটা সময় রাজত্ব করেন অক্ষর-অশ্বিনরা। অক্ষরের ঘূর্ণিতে মিডল অর্ডার দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের। রস টেলর, হেনরি নিকোলসরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। একপ্রান্তে ল্যাথাম ধীরে ধীরে এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ব্যক্তিগত ৯৫ রানে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে অক্ষরকে মারতে গিয়ে স্টাম্পিং হন ল্যাথাম। ৫ রানের আক্ষেপ নিয়েই ফিরেন এই ওপেনার।
২২৭ রানে ৫ উইকেট হারিয়ে তখন বিপাকে ব্ল্যাকক্যাপসরা। তরুন রাচিন রবীন্দ্রও পারেননি ভীত গড়তে। ফিরেন মাত্র ১৩ রানেই। টম ব্লান্ডেল থিতু হওয়ার চেষ্টা করলেও অক্ষর ম্যাজিকে বোল্ড হয়ে ফিরেন তিনিও। ২৫৮ রানে ৭ উইকেট হারিয়ে এক সেশনের ব্যবধানে ব্যাকফুটে নিউজিল্যান্ড।
একপ্রান্তে জেমিসন রানের চাকা সচল রাখলেও বাকিরা কেউই সাপোর্ট দিতে পারেননি তাকে। টিম সাউদি ফিরেন মাত্র ৫ রানে। ব্যক্তিগত ২৩ রানে জেমিসন ফিরলে শেষ উইকেটে ১২ রান যোগ করতেই ২৯৬ রানে গুড়িয়ে যায় নিউজিল্যান্ড। অক্ষর একাই ৫ ও অশ্বিন শিকার করেন ৩ উইকেট।
৪৯ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই কাইল জেমিসনের বলে মাত্র ১ রানেই ফিরেন শুভমান গিল। দিনশেষে ৫ ওভারে ১ উইকেটে ১৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে আছে ৬৩ রানে।
- সংক্ষিপ্ত স্কোর
ভারত (প্রথম ইনিংস) – ৩৪৫/১০ (১৪২.৩ ওভার); আইয়ার ১০৫ (১৭১), শুভমান গিল ৫২ (৯৩), জাদেজা ৫০ (১১২) ; সাউদি ২৭.৪-৬-৬৯-৫, ২৩.২-৬-৯১-৩, ২৯.১-৭-৯০-২।
ও দ্বিতীয় ইনিংস – ১৪/১ (৫ ওভার); পুজারা ৯* (১৪),* মায়াঙ্ক ৪* (১৩) ; জেমিসন ২-০-৮-১।
নিউজিল্যান্ডে (প্রথম ইনিংস) – ২৯৬/১০ (১১১.১ ওভার); উইল ইয়ঙ ৮৯ (২১৪), টম ল্যাথাম ৯৫ (২৮২), জেমিসন ২৩(৭৫), উইলিয়ামসন ১৮ (৬৪); অক্ষর ৩৪-৬-৬২-৫, অশ্বিন ৪২.৩-১০-৮২-৩, উমেশ ১৮-৩-৫০-১।