এভাবে আউট হওয়া কেবল আজম খানের পক্ষেই সম্ভব!

ওজনের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন আজম খান। ১৩৬ কেজি ওজনের আজম খানের ফিটনেস একটা খুব বড় ইস্যু। সেই ইস্যু নিয়েই তিনি পাকিস্তান জাতীয় দলেও খেলেছেন।

আজব ও ভয়ঙ্কর অবস্থায় পড়লেন পাকিস্তানের আজম খান। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এক বাউন্সারের মুখে গলায় বল লেগে উইকেটে গিয়ে পড়লেন তিনি।

৮ বলে ৯ রান করে তখন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ব্যাট করছিলেন আজম খান। সেই সময়ই আসে এক বিষাক্ত বাউন্সার। হার্ড হিটার এই ব্যাটার বাউন্সারের আঘাত সামলাতে না পারেননি।

একেবারে সোজা গিয়ে পড়েন উইকেটে। বলটা গলাতে বেশ ভালো জোরে লেগেছে তাঁর। মাঠে নেমে আসে স্থবিরতা। গায়ানার টিম ডাক্তারও মাঠে চলে আসেন।

প্রাথমিক সেবা দেওয়ার পর আজমকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে।  অবশ্য, ইনজুরি না থাকলেও মাঠের বাইরে আজমকে যেতেই হত। কারণ, ভারসাম্য হারিয়ে ফেলে আজম খান সোজা গিয়ে পড়ে যান উইকেটের উপরে। হয়ে যান হিট উইকেট।

ওজনের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন আজম খান। ১৩৬ কেজি ওজনের আজম খানের ফিটনেস একটা খুব বড় ইস্যু। সেই ইস্যু নিয়েই তিনি পাকিস্তান জাতীয় দলেও খেলেছেন।

নিন্দুকেরা বলেন, স্রেফ বাবার নামের জোরে জাতীয় দলে খেলেন আজম খান।  আজমের বাবা হলেন পাকিস্তানের কিংবদন্তি উইকেটরক্ষক মঈন খান। আজম অবশ্য সমালোচনার জবাব খুব একটা দিতে পারেননি। ব্যর্থ হয়েছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

Share via
Copy link