আজিজুল হাকিম ইজ ব্যাক!

আজিজুল হাকিম তামিম ইজ ব্যাক। ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে যুব দলের অধিনায়ক যখন বারবার প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন, ঠিক তখনই ফিরে আসলেন তিনি।

আজিজুল হাকিম তামিম ইজ ব্যাক। ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে যুব দলের অধিনায়ক যখন বারবার প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন, ঠিক তখনই ফিরে আসলেন তিনি।

অনবদ্য এক সেঞ্চুরি করলেন রাজশাহীতে। ১১৮ বলে পাওয়া এই মাইলফলক দিয়ে শেষ ওয়ানডেতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুই রানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সিরিজ ২-২ সমতা থেকে শেষ হল আফগানিস্তানের সাথে।

স্বাগতিক বোলারদের ছন্দে আফগানিস্তান ২০৮ রানের বেশি বোর্ডে জমা করতে পারেনি। ব্যাট করতে নেমে পুরোটাই কার্যত ক্যাপেন্টস শো। ওয়ান ম্যান আর্মি হয়ে বাংলাদেশকে বাঁচালেন তিনি।

ওপেনার হিসেবে নেমে একপ্রান্ত আগলে রাখেন। অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও তিনি ছিলেন অটল।

ক্রিজে থাকেন ৪৬ তম ওভার পর্যন্ত। এই সময়ে তিনি হাঁকান তিনটি ছক্কা আর আর সাতটি বাউন্ডারিতে বাংলাদেশের জয় নিশ্চিত করে অস্টম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন তিনি।

জয় থেকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল যখন মাত্র দুই রান দূরে তখন, বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশেকে জয়ের বন্দরে নিয়ে যান স্বাধীন ইসলাম।

Share via
Copy link