অভিষেকেই ব্যর্থ বাবর আজম!

বাবর আজম ফিরলেন খালি হাতে। বিগ ব্যাশে অভিষেকের দিনটা আর রাঙাতে পারলেন না। কালেভদ্রে ব্যাটে ঝলক দেখালেও খারাপ সময়টা এখন বাবরের নিত্যদিনের সঙ্গী।

বাবর আজম ফিরলেন খালি হাতে। বিগ ব্যাশে অভিষেকের দিনটা আর রাঙাতে পারলেন না। কালেভদ্রে ব্যাটে ঝলক দেখালেও খারাপ সময়টা এখন বাবরের নিত্যদিনের সঙ্গী।

সিডনি সিক্সার্সের হয়ে যখন মাঠে নামলেন, ততক্ষণে বৃষ্টি কেড়ে নিয়েছে ম্যাচের নয় ওভার। অর্থাৎ বাবরদের ব্যাট করার সুযোগ ছিল ১১ ওভার। দ্রুত রান তোলাটাই যখন মূখ্য হয়ে দাঁড়িয়েছিল দলের জন্য, তখনই বাবরের ব্যর্থতা কালো মেঘ হয়ে ধরা দিল।

পাঁচ বলে করলেন মাত্র দুই রান। ইনিংসের গোড়াপত্তন করতে এসে চাপ বাড়ালেন দলে। মাথা নিচু করেই তাঁকে সাজঘরের পথ ধরতে হলো। আরও এক ম্যাচে সামনে এলো আরও এক ব্যর্থতার গল্প।

ঢাকঢোল পিটিয়েই বাবরকে দলে ভিড়িয়েছিল সিডনি সিক্সার্স। অফফর্মে থাকা ক্রিকেটারকে নিয়ে তাদের উচ্ছ্বাস কিছুটা অবাক করেছিল সবাইকে। তবে একটা ক্ষীণ আশা ছিল, একটা কিছু বাবর করবেন হয়তো।

সে আশাটা প্রাণ ফিরে পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে প্রায় আড়াই বছর পর যখন শতক হাঁকিয়েছিলেন বাবর। এরপর টি-টোয়েন্টি দলেও দুই-একটা ভালো ইনিংস খেলেছেন। তবে পুরনো বাবরের বিচারে এগুলো স্রেফ মামুলিই বলা যায়।

এশিয়া কাপের আগে দল থেকে বাদ পড়া, আবার ফিরে আসা, দুই-একটা ভালো ইনিংস খেললেও অধারাবাহিকতার সাগরে ডুব দেওয়া—বাবরের এখন এভাবেই চলছে দিন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link