বিগব্যাশ খেলে রান প্রতি সাড়ে তিন লাখ রুপি পেলেন বাবর

তার ধীরলয়ের ব্যাটিং, বাউন্ডারি হাঁকাতে না পারার জন্যই তার সিঙ্গেলের কল নাকোচ করেছিলেন স্টিভেন স্মিথ। সেজন্য অবশ্য মাঠ ছাড়তে ছাড়তে নিজের ক্ষোভ ঝেড়েছিলেন বাবর।

বিগ ব্যাশ খেলতে গিয়ে প্রচণ্ড অপমানিত হয়েছেন বাবর আজম। পাশাপাশি আর্থিকভাবে লাভবান হয়েছেন ভীষণ। রানপ্রতি প্রাপ্ত অর্থের হিসেবে, প্রতি দুই রানের পরিবর্তে তিনি একটি করে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতে পারবেন, পাকিস্তানের বাজারদর অনুসারে। নেহায়েত মন্দ প্রাপ্তি নয় নিশ্চয়ই।

প্রথমবারের মত অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ খেলতে গিয়েছিলেন বাবর আজম। প্ল্যাটিনাম ক্যাটাগরিতে ছিলেন। অস্ট্রেলিয়ান ডলারে তার পারিশ্রমিক ছিল ৪ লাখ ২০ হাজার ডলার। বর্তমান সময়ে পাকিস্তানি বাজারে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্য ডলার প্রতি ১৯০ রুপি। সেই হিসেবে, পাকিস্তানি রুপিতে তার পারিশ্রমিক দাঁড়ায় প্রায় আট কোটি রুপি।

এত বিপুল পরিমাণ অর্থের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি বাবর আজম। গোটা টুর্নামেন্টে তার সংগ্রহ স্রেফ ২০২ রান। সে হিসেবে, রানপ্রতি প্রায় সাড়ে তিন লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। তবে সেই রানটুকুও কতটুকু দলের পক্ষে কাজে এসেছে সে প্রশ্ন তোলাই যায়। সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি ১১ ম্যাচে।

সেই ১১ ম্যাচে বাবর ব্যাট করেছেন স্রেফ ১০৩ স্ট্রাইকরেটে। এমন ধীরলয়ের ব্যাটিং যে কোন মানদণ্ডেই বেশ বাজে পারফরমেন্স বলে আখ্যা দেওয়া যাবে। ১১ ম্যাচের এই সফরে তার বাউন্ডারির সংখ্যা সব মিলিয়ে ২২। যার মধ্যে স্রেফ তিনটি ছিল ছক্কা, বাকি ১৯টি চারের মার এসেছে তার ব্যাট থেকে।

তার ধীরলয়ের ব্যাটিং, বাউন্ডারি হাঁকাতে না পারার জন্যই তার সিঙ্গেলের কল নাকোচ করেছিলেন স্টিভেন স্মিথ। সেজন্য অবশ্য মাঠ ছাড়তে ছাড়তে নিজের ক্ষোভ ঝেড়েছিলেন বাবর। কখনো কি মনে হয়েছে তার পারফরমেন্সের জন্যও নিজের প্রতি ক্ষুদ্ধ হওয়া উচিত বাবরের?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link