গত ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল বাবর আজমকে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে তাঁকে পুনরায় দায়িত্ব দেয়া হয়। যদিও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই তাঁর দিকে ধেয়ে এসেছে সমালোচনার তীব্র স্রোত। তবে এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী নজির স্থাপন করলেন হাসান আলী।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তিনি ভূয়সী প্রশংসা করেছেন বাবরের। তাঁর মতে, অধিনায়ক হিসেবে কিছু না জিতলেও এই ব্যাটার সেরাদের একজন।
বাবর আজমকে কিং অব পাকিস্তান আখ্যা দিয়ে এই পেসার বলেন, ‘কিং কার লেগা (রাজা এটা করবে) বলার পর থেকেই আমাকে বিদ্রুপ করা হচ্ছে। কিন্তু আমি জানি তাঁকে। সে আমার কিং, সে পাকিস্তানের কিং। আমার জানা আছে, আবার আমাকে ব্যঙ্গ করা হবে কিন্তু এটাই সত্য।’
তিনি আরো বলেন, ‘বাবর পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, ইতোমধ্যে এটা প্রমাণ করেছে। অধিনায়ক হিসেবে হয়তো এখনো সে কিছু জিতেনি। তাঁর জেতা উচিত অবশ্যই, পাকিস্তানকে সিরিজ ও ট্রফি জেতানো উচিত। তবে না এখনো জিতলেও আমি তাঁকে সেরা মনে করি।’
ক্রিকেট বিশ্বে ফ্যাভ ফোর একটি প্রচলিত টার্ম – সেখানে আছেন বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভেন স্মিথ। তবে এই ডানহাতির বিশ্বাস, পাক অধিনায়কও একই কাতারে থাকবেন।
তিনি বলেন, ‘পাকিস্তানের ব্যাটিং লাইনআপের অধিপতি বাবর। গত বছর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলে কোন সেঞ্চুরি করতে পারেনি, এছাড়া বাকি সব জায়গায় সে পারফরম করেছে। আপনারা অবশ্যই ফ্যাভ ফোরের কথা শুনেছেন। কিন্তু তাঁর কারণে এটা এখন ফ্যাভ ফাইভ হয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে সে অনেক উন্নতি করেছে, সে সেরাদের একজন বটে।’