বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জের ধরে মাঠের বাইরেও কোণঠাসা পাকিস্তান দল। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে সমালোচনার ঢল। এবার তাতে সামিল হলেন মোহাম্মদ হাফিজ।
তিনি পাকিস্তানের ড্রেসিংরুমের বিস্ফোরক এক তথ্যই দিলেন। তখন পাকিস্তানের টিম ডিরেক্টর ছিলেন সাবেক এই অধিনায়ক। টেস্ট ম্যাচ চলাকালে ড্রেসিং রুমে চার-পাঁচজন ক্রিকেটারকে ঘুমিয়ে থাকতে আবিস্কার করেন তিনি।
তিনি এক টেলিভিশন অনুষ্ঠানে এসে বলেন, ‘টেস্ট ম্যাচ চলাকালে আমি ড্রেসিং রুমে গিয়ে দেখলাম ৪/৫ জন ঘুমিয়ে আছে। তখন আমি তাদের বলি যে, এটা কীভাবে করতে পারলে তোমরা? তোমরা যদি এভাবেই চালিয়ে যাও, তাহলে তোমরা এই দলের অংশ হতে পারবে না।’
পাকিস্তান দলে পেশাদারিত্বের ঘাটতি দেখেন হাফিজ। দলকে কড়া হুশিয়ারি জানিয়ে তিনি বলেন, ‘তোমরা নিজেদের জীবনে কী করছো না করছো তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে ম্যাচের সময় খেলায় মনোনিবেশ করতে হবে।’
লম্বা সময় ধরে কোনো আইসিসি ট্রফি নেই পাকিস্তানের। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেও ছিটকে গেছে তাঁরা। হারতে হয়েছে খোদ যুক্তরাষ্ট্রের বিপক্ষেও।