রাগে ফুসেছেন বাবর, অপমানিত হয়েছেন বাইশ গজে!

সেই ব্যাখ্যায় বাবর সন্তুষ্ট হতে পারেননি, বরং সম্ভবত অপমানিত বোধ করেন। পরোক্ষভাবে বাবরের বাউন্ডারি হাঁকানোর সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন স্মিথ।

বাউন্ডারি কুশনে ব্যাটের আঘাতে রাগ ঝাড়তে চাইলেন বাবর আজম। বিগ ব্যাশে তার সামর্থ্যের প্রশ্নে তিনি যেন বেজায় ক্ষুব্ধ। স্টিভেন স্মিথ বাবরের খেলা শটে রান নিতে অস্বীকৃতি জানান। সে কাণ্ডে যেন ভীষণ অপমানিতবোধ করেছেন পাকিস্তানি ব্যাটার।

নাথান ম্যাকঅ্যান্ডুর বলে বোল্ড আউট হন বাবর আজম। ব্যক্তিগত রান তখন তার ৪৭। এরপর মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়ার সময় তিনি অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা স্মিথের দিকে তাকালেনও না। সোজা হাটা দিলেন ড্রেসিং রুমের দিকে। বাউন্ডারির কাছাকাছি পৌঁছে বাউন্ডারির বিজ্ঞাপন কুশনে আঘাত হানলেন ব্যাট দিয়ে। তার চোখেমুখে বেজায় বিরক্তি। রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে!

এই ঘটনার সূত্রপাত সিডনি থার্ন্ডার্সের বিপক্ষে রান তাড়ার সময়। দশম ওভারের শেষ বলে বাবর বল পাঠান লং অনে। কিন্তু অপরপ্রান্তে থাকা স্টিভেন স্মিথ রান নিতে অস্বীকৃতি জানান। ৩৮ বলে ৪৭ রানে দাঁড়িয়ে তখন বাবর। স্মিথের সেই ব্যবহার পছন্দ হয়নি বাবরের। তিনি বিরক্তি প্রকাশ করেন তৎক্ষণাত।

কিন্তু স্মিথ এগিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করেন পাওয়ার সার্জের ব্যবহারটা তিনি করতে চান। সেই ব্যাখ্যায় বাবর সন্তুষ্ট হতে পারেননি, বরং সম্ভবত অপমানিত বোধ করেন। পরোক্ষভাবে বাবরের বাউন্ডারি হাঁকানোর সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন স্মিথ। এরপর অবশ্য স্মিথ ঠিকই পাওয়ার সার্জের ব্যবহার করেন। ১১ তম ওভারে টানা চার ছক্কায় আদায় করেন ৩২ রান।

১২ তম ওভারের প্রথম বলেই রাগে-ক্ষোভে মনোযোগ হারানো বাবর বোল্ড হন। ইনসাইড এডজ হয়ে বল উপড়ে ফেলে স্ট্যাম্প। কোন প্রকার হতাশা না দেখিয়ে, রাগে ফুসতে ফুসতে মাঠ ত্যাগ করেন বাবর। এক্ষেত্রে দোষটা ঠিক কার, সে উপসংহারে পৌঁছানো বড় দায়। কার্যত স্মিথ তার সিদ্ধান্তে সফল, তাই তাকে তোলা সম্ভব নয় কাঠগড়ায়। তবে নিজের ক্ষোভ প্রকাশ বাবরের দলগত মনোভাবকে ঠিকই করেছে প্রশ্নবিদ্ধ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link