মিরপুরে ফিরেই অপ্রতিরোধ্য বাংলাদেশ!

মিরপুরে চলল রিশাদ হোসেনের অলরাউন্ড শো। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতে আগুনঝরা স্পেল—একপ্রকার একা হাতে ধসিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে, হয়ে গেলেন ক্যারিবিয়ানদের দুঃস্বপ্নের নাম।

মিরপুরে চলল রিশাদ হোসেনের অলরাউন্ড শো। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতে আগুনঝরা স্পেল—একপ্রকার একা হাতে ধসিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে, হয়ে গেলেন ক্যারিবিয়ানদের দুঃস্বপ্নের নাম। আর তাতেই প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেল ৭৪ রানের বড় ব্যবধানে।

মিরপুরের কালো পিচ নিয়ে কৌতুহল ছিল সবারই। তবে অপেক্ষা ছিল কতটা ভয়ংকর রূপ ধারণ করে সেটা দেখার। টসে জিতে তাই তো ঝুঁকি নিলেন না ওয়েস্ট ইন্ডিজের কাপ্তান শাই হোপ। বাংলাদেশ আমন্ত্রণ জানালেন ব্যাটিং করার জন্য।

সাইফ হাসানের সাথে সৌম্য সরকার ফিরলেন। তবে নতুন ওপেনিং জুটি কাজে আসলো না। আট রানের মধ্যেই ফিরে গেলেন দুই ওপেনার। দুশ্চিন্তা জেগে ওঠে আরও এক বিপর্যয়ের।

তবে ভরসা হয়ে আসেন তাওহীদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটি থেকে আসে ৭১ রান। ৩২ রানে শান্ত ফিরলেও অপরপাশে হৃদয় ফিফটি তুলে নেন। অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কনও দেন আস্থার প্রতিদান, ব্যাট হাতে খেলেন ৪৬ রানের চাপ সামলানো এক নক।

শেষটাতে রিশাদের ঝড়, ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের স্কোরবোর্ড সমৃদ্ধ করেন। তাঁর এই ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের জন্য ২০৮ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায় বাংলাদেশ।

মিরপুরের উইকেটে এই রান করাটা যে চাট্টিখানা কথা নয় তা ক্যারিবিয়ানরা টের পেয়েছে হাড়ে হাড়েই। চেজ করতে নেমে শুরুটা যদিও খারাপ হয়নি তাদের। ওপেনিং থেকে আসে ৫১ রান, ম্যাচের নিয়ন্ত্রণ তখনও তাদের হাতেই। তবে ক্যারিবিয়ান শিবিরে ঝড় হয়ে আসেন রিশাদ হোসেন।

ঘুর্নি জাদুতে একে একে তুলে নেন ছয় উইকেট। আর ওখানেই কুপোকাত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, গুটিয়ে যায় ১৩৩ রানে। রিশাদের স্পেল দাঁড়ায় নয় ওভারে ৩৫ রানে ছয় উইকেট।

বাংলাদেশ জয় পেয়েছে ঠিকই তবে কিছু প্রশ্ন থেকেই যায়। এই ধরণের কঠিন উইকেটে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি কতটা যুক্তিসঙ্গত? সেই সাথে তাসকিন আহমেদকে কেনই বা একাদশে রাখা হলো? দুই ওভার বল করে তিনি দিয়েছেন ১০ রান, এরপর অধিনায়ক বোধহয় বুঝতে পেরেছেন স্পিন ট্রাকে তাসকিনের জন্য কিছুই নেই, তাই আর বোলিংয়েই আনা হয়নি তাঁকে।

 

তবে শেষটাতে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের সাথে দুঃস্বপ্নের সিরিজ কাটানোর পর মিরপুরে ফিরেই অপ্রতিরোধ্য রূপ ধারণ করেছে মিরাজের দল।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link