আর কোন সমীকরণ নেই হামজা-সামিতদের

এবার না হোক, পরেরবার নিশ্চয়ই এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। সেই আশাতেই এখন করতে হবে দিনাতিপাত। 

হংকং, চায়নার মাঠে ড্র করেও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে কিংবা বাস্তবে, আর কোনভাবেই সুযোগ নেই বাংলাদেশের। ঘরের মাঠে হংকংকে ৩-৩ গোলে আটকে রাখতে পারলেও বেঁচে থাকত স্বপ্নের কুড়েঘর।

এএফসি এশিয়ান কাপের গ্রুপ সি-তে বাংলাদেশের অবস্থান এখন টেবিলে সবার নিচে। নামের পাশে রয়েছে দুইটি পয়েন্ট। হাতে আছে আরও দুইটি ম্যাচ। তবুও মূল পর্বে যাওয়ার পথ হয়ে গেছে অবরুদ্ধ। সি গ্রুপে টেবিল টপার হংকং।

বাংলাদেশের কাছে সুযোগ রয়েছে আট পয়েন্ট পাওয়ার। কিন্তু পরবর্তী দুই ম্যাচের জয়েও মূল পর্বের টিকিট পাবে না বাংলাদেশ। কেননা বাছাইপর্বের তৃতীয় রাউন্ড থেকে স্রেফ একটিমাত্র দলই যাবে পরবর্তী রাউন্ডে।

সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হলে দেখা হবে হেড-টু-হেড পরিসংখ্যান। আর সেদিকেই পিছিয়ে গেছে বাংলাদেশ দল। নিজেদের ঘরের মাঠে শেষ মুহূর্তের গোল হজমই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

সেই ম্যাচটিতে ড্র করলেও, বাংলাদেশের জন্য সুযোগ বেঁচে থাকত। কিন্তু ১১১তম মিনিটে রক্ষণের দূর্বলতায় ডুবল বাংলাদেশের স্বপ্নের তরী। শুধু হংকং ম্যাচ নয়, সিঙ্গাপুরের বিপক্ষেও ঘরের মাঠে হেরেছিল বাংলাদেশ। ঠিক সে কারণেই বাংলাদেশের আর কোন সুযোগ নেই বাকি।

তবে নতুন ঊষা উঁকি দিচ্ছে। বাংলাদেশ দল শেষ মুহূর্তে গোল হজম করার বাজে অভ্যাস বদলাতে না পারলেও, কামব্যাক করার মানসিকতা গড়ে উঠছে ধীরে ধীরে। তাছাড়া বংশদ্ভুত খেলোয়াড়দের সংযুক্তিতে বাংলাদেশের ফুটবলের সুদিন ফেরার আভাস দিচ্ছে বেশ জোরেসোরেই। এবার না হোক, পরেরবার নিশ্চয়ই এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। সেই আশাতেই এখন করতে হবে দিনাতিপাত।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link