শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা!

কিংস অ্যারেনায় গোল উৎসবে মাতলো বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের দাপুটে জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শুভসূচনা করলো স্বাগতিকরা।

কিংস অ্যারেনায় গোল উৎসবে মাতলো বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের দাপুটে জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শুভসূচনা করলো স্বাগতিকরা।

প্রথম মিনিট থেকেই মাঠজুড়ে নিজেদের আধিপত্য দেখায় বাংলাদেশের মেয়েরা। ফলস্বরূপ দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানীর ফ্রি কিক থেকে নেওয়া শটটা প্রতিপক্ষের জাল ভেদ করে, লিড পায় বাংলাদেশ।

পরের গোলটি আসতে সময় লাগে মাত্র তিন মিনিট। এরপর যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দল। একের পর এক সম্ভাবনাও তৈরি হয়, তবে তৃতীয় গোল আসে ৩৭ মিনিটের মাথায়। প্রথমার্ধের গল্পটা এই পর্যন্তই।

বিরতি থেকে ফিরে এসে আরও ভয়ংকর হয়ে ওঠে মেয়েরা। গুণে গুনে ছয় গোল হজম করে শ্রীলঙ্কা। সাগরিকা একাই তিন তিন বার জালে জড়ান বল, তুলে নেন হ্যাটট্রিক।

৯০ মিনিটে পর অবশ্য রক্ষণ ভেদ করে লঙ্কান মেয়েরা সান্ত্বনাসূচক একটা গোল পায়। বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠে দল, যেন লক্ষ্যটাই ছিল একটা গোল করার। যদিও তাদের গোলের পর বাংলাদেশের হয়ে ৯ নম্বর গোলটি করেন শান্তি মার্ডি।

সাগরিকার হ্যাটট্রিক, মুনকি আক্তারের দুই এবং একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি।

সব মিলিয়ে নিখুঁত পারফরম্যান্সে অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের ফেভারিট হিসেবে নিজেদের অবস্থানটা যেন জানান দিল বাংলাদেশ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link