একা বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা নেই বাংলাদেশের

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে সবগুলো সদস্য রাষ্ট্রগুলোর কাছে ২০২৩ পরবর্তী আটটি ইভেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ জানতে চেয়েছে। এই কারণেই আগামী আটটি ইভেন্টের কোনো কোনোটিতে যৌথ আয়োজক হওয়ার জন্য আগ্রহ দেখাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও কিছু কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে, বাংলাদেশ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে চায়। কিন্তু বিসিবির উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এমন কোনো আলোচনা তাঁদের হয়নি। আর এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামোর যে অবস্থা, তাতে এককভাবে একটি বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা নেই বাংলাদেশের।

প্রথমত বাংলাদেশ ‍ঠিক কোন কোন আসরের জন্য বিড করতে পারে, সেটা এখনও নিশ্চিত হয়নি বলেই এই কর্মকর্তা জানালেন। তিনি বলছিলেন, ‘আইসিসি বোর্ডগুলোর কাছে পরবর্তী ৮টি আসরের জন্যই আগ্রহের ব্যাপারটা জানতে চেয়েছে। আমরা কোন কোন আসরে আগ্রহ দেখাবো, সেটা এখনও বোর্ডে আলোচনা হয়নি। এটা বোর্ড সভাতেই ঠিক হবে। হতে পারে একটি আসরের জন্য আগ্রহ দেখলাম। আবার একাধিক আসরের জন্যও হতে পারে। ফলে এখনই এটা বলাটা ঠিক না যে, অমুক বছরে আমরা বিশ্বকাপের জন্য বিড করবো। আমরা একাধিক বিডও করতে পারি।’

এই কর্মকর্তার কথায় যা ইঙ্গিত পাওয়া গেলো, তাতে বাংলাদেশের পক্ষ থেকে কমপক্ষে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি আসরের যৌথ আয়োজক হওয়ার জন্য আগ্রহ দেখানো হবে।

এই কর্মকর্তা মনে করেন, যৌথ আয়োজক হওয়া ছাড়া আর কোনো উপায় বাংলাদেশের নেই। কারণ, একটি পূর্নাঙ্গ বিশ্বকাপ একা আয়োজনের জন্য যে অবকাঠামো দরকার, তা বাংলাদেশের নেই। একটি ওয়ানডে বিশ্বকাপ করতে গেলে কমপক্ষে ১০টি আর্ন্তজাতিক ভেন্যু দরকার হয়। সেই সাথে ভেন্যুর শহরগুলোতে অত্যাধুনিক আবাসনও দরকার হয়; যা বাংলাদেশের নেই।

ওই কর্মকর্তা বলছিলেন, ‘আমরা কিভাবে বলি যে, আমরা ২০২৭ বিশ্বকাপ একারা করবো? একটা বিশ্বকাপ করতে ১০টা ইন্টারন্যাশনাল ভেন্যু দরকার। আমি বলছি না যে, আমাদের সক্ষমতা নেই। আমাদের বিসিবির দারুণ টিম আছে। আমরা লজিস্টিক দিক থেকে একটা বিশ্বকাপ সামাল দিতে পারবো বলেই আমার বিশ্বাস। কিন্তু শুধু লজিস্টিকসে তো কাজ হবে না। আপনার স্টেডিয়াম লাগবে, হোটেল লাগবে। এতো আমাদের নেই। ফলে এখন আমাদের একার একটা বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা নেই, এটা মেনে নিতে হবে।’

তাই ভদ্রলোক মনে করেন, তারা হয়তো আগ্রহী প্রতিবেশি অন্য এক বা একাধিক দেশের সঙ্গে যৌথভাবে এক বা একাধিক আসর আয়োজনের প্রস্তাব দেবেন। তিনি বলছিলেন, ‘আমরা হয়তো যৌথ আয়োজনের কথা ভাববো। সেটাও আমাদের জন্য বড় ব্যাপার হবে। বোর্ড সভাশেষে এটা বোঝা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link