যেভাবে দ্বিতীয় দিনটা বাংলাদেশের

একটা ভালো কিছুর আভাস নাঈম হাসান চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান টেস্টের প্রথমদিনই দিয়ে রেখেছিলেন। গতকাল সকালেই শ্রীলঙ্কার প্রথম দুই উইকেট তুলে নিয়েছিলেন নাঈম। তবে এরপর সারাদিন আর কোন উইকেট পাননি। ফলে আজ দিনের শুরুতেও নাঈমের উপর ভরসা ছিল। তবে বাংলাদেশের সব পরিকল্পনাই ওলট-পালট করে দিচ্ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথউইস ও দীনেশ চান্দিমাল।

এই দুজনের জুটিতে যেন দিশেহারা হয়ে পড়েছিল বাংলাদেশের বোলারা। তিন স্পিনার মিলে কোন ভাবেই উইকেট নিতে পারছিলেন না। মনে হচ্ছিল আজ প্রথম সেশনটা বুঝি উইকেটশূন্যই কাটবে। তবে লাঞ্চে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আবারো সাগরিকায় নাঈম হাসানের ঘূর্নি। তুলে নিলেন টানা দুই উইকেট।

ভুলটা অবশ্য করেছিলেন লংকান ব্যাটার চান্দিমাল। ৬৬ রান করা এই ব্যাটসম্যানই হঠাতই রিভার্স স্যুইপ খেলতে গিয়ে নাঈমের কাছে নিজের উইকেট দিয়ে এসেছেন। এর পরপরই আবার নিরোশান ডিকওয়েলার উইকেট তুলে নেন নাঈম। পরপর দুই উইকেট নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই লাঞ্চের বিরতিতে যায় বাংলাদেশ।

তবে এরপরই দেখা যায় সাকিব আল হাসানের কীর্তি। টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ৩২৮ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর শেষ দুই উইকেটও তুলে নেন নাঈম হাসান। সবমিলিয়ে ১০৫ রান খরচ করে এই স্পিনার নিলেন ৬ উইকেট। ক্যারিয়ারে এই নিয়ে তিনবার ইনিংসে পাঁচ উইকেট পেলেন চট্টগ্রামের এই স্পিনার।

এরপর ব্যাট হাতে নেমেও শেষ বিকেলে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। দুজনে আজ ১৯ ওভার ব্যাটিং করে করেছেন ৭৬ রান। ফলে কোন উইকেট না হারিয়েই দিন শেষ করেছে বাংলাদেশ।

এরমাঝে তামিমের ব্যাট থেকে এসেছে ৩৫ রান। যদিও ইনিংসের শুরুতেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন তামিম। তবে জীবন পেয়ে পরে এর সদব্যাবহার করেছেন তামিম। ওদিকে জয়ের ব্যাট থেকেও এসেছে ৩১ রান। এখন এই দুই ব্যাটসম্যান বাংলাদেশকে কালকে বড় সংগ্রহের দিকেই নিয়ে যেতে পারেন। আগামীকাল সকালে এই দুইজন ভালো শুরু এনে দিলে ম্যাচের নিয়ন্ত্রণ ভালো ভাবেই বাংলাদেশের হাতে চলে আসছে।

সবমিলিয়ে প্রথম দিনটা দুই দল সমানে সমানে লড়াই করলেও দ্বিতীয় দিনের খেলা শেষে একটু হলেও এগিয়ে আছে বাংলাদেশ। বিশেষ করে শেষ বেলায় তামিম, জয়ের এই জুটি ড্রেসিং রুমে একটা ভালো আবহ তৈরি করবে। এছাড়া শ্রীলঙ্কাকে চারশো রানের মধ্যে আঁটকে দেয়ার জন্য নাঈমের অবদানও কম না।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link