জাওয়াদ আবরারের হাত ধরে সহজ লক্ষ্যটা সহজেই পার করে ফেলল বাংলাদেশের যুবারা। সাত উইকেটের জয় নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল তারা। ব্যাটে-বলে নেপালের বিপক্ষে পুরোটা সময় দাপট দেখাল বাংলাদেশ।
এদিন আগে ব্যাট করতে নামা নেপালের রানের চাকা থেমে যায় মাত্র ১৩০ রানে। বাংলাদেশি বোলাররা কোনো রকম সুযোগই দেয়নি তাদের। বিশেষ করে পেসারদের কৃতিত্বটা একটু বেশিই। যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সবুজ। সাত ওভারে ২৭ রানের বিনিময়ে শিকার করেছেন তিন উইকেট। শুরুতেই ভেঙে দিয়েছিলেন নেপালের মেরুদণ্ড।

ব্যাটারদের জন্য টার্গেটটা দাঁড়ায় ১৩১ রানের। কাগজে-কলমে শক্তিশালী বাংলাদেশের জন্য এই রান যে একেবারেই মামুলি লক্ষ্য। তবে ২৮ এবং ২৯ রানে পরপর দুই উইকেট হারালে কিছুটা চাপের আভাস পাওয়া যাচ্ছিল। সেখান থেকেই ব্যাট হাতে জাওয়াদের ঝলক শুরু।
একপ্রান্তে সৌন্দর্যে মোড়া এক ইনিংস খেলতে থাকলেন। তাঁর একেকটা শট যেন চোখে লেগে থাকার মতো, ফ্রেমে বন্দী করে রাখার মতো। আগের ম্যাচেই আফগানিস্তানের সাথে ৯৬ রানের এক আক্ষেপে মোড়া ইনিংস খেলেছিলেন তিনি। নেপালের সাথেও ধারাবাহিকতার ছাপটা রাখলেন যেন। শেষ পর্যন্ত ব্যাট থেকে এলো ৬৮ বলে ৭০ রানের এক হার না মানা নক।

তাতেই বাংলাদেশ ২৫.১ ওভার হাতে রেখে পেল সাত উইকেটের বিশাল জয়। সেই সাথে টানা দুই ম্যাচে দুই জয় নিয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলল বাংলাদেশ।











