ছক্কায় সেরা বাংলাদেশ!

ছক্কা হাঁকানোতে বাংলাদেশ এখন সবার সেরা। চলতি বছরে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তানজিদ-ইমনরা, সংখ্যাটা  ৮৮টি।

ছক্কা হাঁকানোতে বাংলাদেশ এখন সবার সেরা। চলতি বছরে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তানজিদ-ইমনরা, ১০ ম্যাচ খেলে সংখ্যাটা ৮৮টি।

দেশের ক্রিকেটে একটা কথা প্রচলিত ছিল, বাংলাদেশের ব্যাটাররা নাকি ছক্কা মারতে জানে না। তবে সে ধারণাকেও  ছয়ের মতোই উড়িয়ে দিল টাইগাররা।

শুধু দলীয় হিসেবেই নয়, ব্যক্তিগত পর্যায়েও টাইগারদের আধিপত্যটা চোখে পড়ার মতো। সর্বোচ্চ ছক্কার তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন দুই বাংলাদেশি ব্যাটার—তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনেই আক্রমণাত্মক ব্যাটার হিসেবেই পরিচিত।

তানজিদ তামিম ইতিমধ্যেই ২৪টি ছক্কা হাঁকিয়ে আছেন তালিকার এক নম্বরে। তাঁর সমপরিমাণ ছক্কা হাঁকিয়ে ঠিক পরেই আছেন ইংল্যান্ডের তরুণ ওপেনার জেমি স্মিথ।

২২ ছক্কা মিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ভারতের অভিষেক শর্মা এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আর ঠিক সেখানেই আছেন বাংলাদেশ দলের আরেক ব্যাটিং সেনসেশন পারভেজ হোসেন ইমন। তাঁর ছক্কার সংখ্যাটাও ২২।

এ বছরে সাত ম্যাচ খেলে  ৭১টি ছয় হাঁকিয়ে নিউজিল্যান্ড রয়েছে বাংলাদেশের পরেই, নয় ম্যাচে পাকিস্তানের  ৬৭, পাঁচ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের ৬৪ এবং আট ম্যাচ খেলে ইংল্যান্ডের ছয়ের সংখ্যা ৬২। এসব দলগুলোকে সাধারণত ছক্কা মারার ‘পাওয়ার হাউস’ বলা হয়, অথচ তারাই পিছিয়ে থাকছে বাংলাদেশের তুলনায়।

বাংলাদেশের এমন ছক্কাময় সাফল্যের পেছনে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আক্রমণাত্মক ব্যাটিং অ্যাপ্রোচ। দলের মধ্যে পাওয়ারপ্লে থেকে শুরু করে ডেথ ওভার—সব জায়গাতেই এখন ছয় মারার মানসিকতা স্পষ্ট। বিশেষ করে তানজিদ-ইমন জুটির ভয়ডরহীন রূপটাই বদলে দিচ্ছে টাইগারদের ব্যাটিং চেহারা।

বাংলাদেশের এই পরিসংখ্যানটা একটা বার্তা দিচ্ছে, আশা দেখাচ্ছে বড় কিছুর। এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামীতে সাফল্যের অর্জনটা বেশ ভারি হবে দলটির।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link