আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ বোলারদের দাপটে এক পর্যায়ে সহজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু আভিস্কা ফার্নান্দোর হাফ সেঞ্চুরিতে জয় হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের।
ম্যাচ হারলেও আজ বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের বোলাররা। ব্যাটসম্যানরাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যন্স করেছেন সৌম্য সরকার। ব্যাট হাতে দলের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করার পর সৌম্য বল হাতেও শিকার করেন দুই উইকেট।
ম্যাচ জিতলেও ১৪৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের তৃতীয় ওভারেই শ্রীলঙ্কার ইনিংসে আঘাত হানেন তাসকিন আহমেদ। এই পেসারের প্রথম শিকার হয়ে ৮ বলে ৪ রান করে ফিরে যান কুশাল পেরেরা। ১৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার এক ওভার পরই মেহেদী হাসানের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে ১২ বলে ১৫ রান করে ফিরে যান পাথুম নাশাঙ্কা।
এরপর ১৫ বলে ১৩ রান করা দীনেশ চান্দিমাল সৌম্য সরকারের দারুণ এক ডেলিভারিতে লাইন মিস করে ব্লোড হয়ে গেলে ৪৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর আরো তিন উইকেট হারিয়ে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষ পাঁচ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ৫৩ রান।
আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের ভিতর দুটি উইকেট শিকার করেন সৌম্য সরকার। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের পঞ্চম ওভারে ১৪ বলে ১৬ রান করে দুশমন্থ চামিরার প্রথম শিকার হয়ে লিটন দাস ফিরে গেলে ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই ১৯ বলে ১১ রান করে ফিরে যান নাঈম শেখ।
৪০ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেট জুটিতে ২৭ রান যোগ করেন দু’জন। ১৩ বলে ১৩ রান করে মুশফিক ফিরে গেলে ভাঙে এই জুটি। এরপর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি আফিফ হোসেন ধ্রুবও। ১১ বলে ১১ রান করে ফিরে যান তিনিও।
এরপর দুর্দান্ত খেলতে থাকা সৌম্য ২৬ বলে ৩৪ রান করে বিদায় নিলে ১০৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এই চাপ থেকে দলকে উদ্ধার করতে পারেননি নুরুল হাসান সোহান ও শামিম পাটোয়ারিও। ভালো শুরু পেয়েও ১৩ বলে ১৫ রান করে ফিরে যান সোহান এবং শামিম বিদায় নেন ৮ বলে ৫ রান করে।
১২৪ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশকে শেষের দিকে ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি এনে দেন শেখ মেহেদী হাসান। মেহেদীর ১২ বলে ১৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। তাসকিন অপরাজিত থাকেন ৪ বলে ৪ রান করে। শ্রীলঙ্কার বোলারদের ভিতর তিনটি উইকেট শিকার করেন দুশমন্থ চামিরা।
- সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৪৭/৭ (ওভার: ২০; নাঈম- ১১, লিটন- ১৬, সৌম্য- ৩৪, মুশফিক- ১৩, আফিফ- ১১, সোহান- ১৫, শামিম- ৫, মেহেদী- ১৬*) (চামিরা- ৩/২৭)
শ্রীলঙ্কা: ১৪৮/৬ (ওভার: ১৯; কুশাল- ৪, পাথুম- ৪, চান্দিমাল- ১৩, ফার্নান্দো- ৫০*, হাসারাঙ্গা- ৭, করুনারত্নে- ২২) (সৌম্য- ২/১২, তাসকিন- ১/২৪, মেহেদী- ১/২২)
ফলাফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।