বল হাতে ইকবাল হোসেন ইমনের দাপট, ব্যাট হাতে দায়িত্ব নিয়ে খেললেন আজিজুল হাকিম তামিম, আর তাতেই যুক্তরাষ্ট্রকে সাত উইকেটে হারিয়ে যুব ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ভারতের কাছে হার, এরপর বৃষ্টিতে ভেসে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। অবশ্য সেটা এক অর্থে শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাই সমীকরণ দাঁড়িয়েছিল, জিতলেই সুপার সিক্স রাউন্ডের টিকিট।
গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেন তামিম। শুরুতেই ম্যাচের লাগাম টেনে নেয় বাংলাদেশ। ৬ রানের মাথায় প্রতিপক্ষের দুই ব্যাটারকে সাজঘরের পথ দেখানো হয়। এরপর ৫১ রানের জুটি গড়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয় যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। এরপর থেকে ইমনদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

শেষদিকে আডনিত জাম্বের ৬৮ রানের ইনিংসে কোনোমতে ১৯৯ রান স্কোরবোর্ডে তোলে যুক্তরাষ্ট্র। ইমন বল হাতে নেন তিন উইকেট। বোলিং কোটা দাঁড়ায় ১০ ওভারে ৪১ রান, সঙ্গে ওই তিন শিকার।
বাংলাদেশের সামনে লক্ষ্যটা কাটায় কাটায় ২০০ রানের। লক্ষ্যটা খুব বেশি না। সবকিছু আরও সহজ হয়ে যায় ওপেনিং জুটি থেকে আসা ৭৮ রানের সুবাদে। জাওয়াদ আবরার শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন। শেষমেশ ৪২ বলে ৪৭ করে সাজঘরে ফিরতে হয় তাঁকে।
পরের পথটা দেখান তামিম। সচেতন ইনিংস খেলে দলকে নিয়ে যেতে থাকেন জয়ের দোরগোড়ায়। তাঁর ব্যাট থেকে আসে ৬৪ রানের ম্যাচ জেতানো নক। যার সুবাদে সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় সুপার সিক্সও।












