গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডের টিকিট পেলেও, শঙ্কার মেঘ এখনো ভেসে বেড়াচ্ছে নেদারল্যান্ড এবং বাংলাদেশের আকাশে। সুপার এইটে জায়গা করে নিতে জটিল এক গাণিতিক হিসেবে কষতে হবে এই দুই দলকে।
এই গ্রুপ থেকে নেপাল এবং শ্রীলঙ্কা বিদায় নিলেও, এখনো নিশ্চিত নয় বাংলাদেশ-নেদারল্যান্ডসের পরের রাউন্ডের ভবিষ্যত। তবে এই দুই দলেরর মধ্যে যেকোন একটি দল সুপার এইটে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সাথে গ্রুপ ১-এ অবস্থান করবে।
আবার গ্রুপ ২-এ রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড আর স্বাগতিক দুই দেশ যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ। তবে ভবিষ্যতের এক জটিল সমীকরণ অপেক্ষা করছে বাংলাদেশ, নেদারল্যান্ডসের জন্য।
সুপার এইটে যেতে হলে নেপালের বিপক্ষে বাংলাদেশের জন্য প্রয়োজন একটি জয়। অথবা সেই ম্যাচটি বাতিল হলেই টাইগাররা পৌছে যাবে সুপার এইটের পর্বে। নেপাল যদিও স্বল্প ব্যাবধানে বাংলাদেশের বিপক্ষে জয় পায়, তবুও বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাবে; যদি না নেদারল্যান্ড বিশাল ব্যবধানে জয় কেড়ে নেয় শ্রীলঙ্কার বিপক্ষে।
তবে নেদারল্যান্ডসকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য বাংলাদেশের দিকেই তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশ যদি বিশাল ব্যবধানে নেপালের কাছে হেরে যায়। আর নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে আকাশচুম্বী ব্যবধানে পরাজিত করে, তবে ডাচদের দেখা যাবে সুপার এইটে।
শ্রীলঙ্কা এবং নেপালের জন্য সমীকরণটা ভিন্ন, তাঁদের লড়াইটা শেষের অবস্থান নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব কাছে গিয়েও পরাজয়ের স্বাদ পেতে হয় নেপালকে। শ্রীলঙ্কার বিপক্ষে যদি নেপাল সেই মানসিকতা ধরে রেখে জয়ের দেখা পায়, তবে তাঁরা গ্রুপের শেষ অবস্থান এড়াতে পারবে। শ্রীলঙ্কার জন্য গ্রুপের শেষ অবস্থান এড়ানো কিছুটা জটিল। সেজন্য নেপাল থেকে বেশি রান-রেট এবং পয়েন্ট পেতে হবে তাঁদের।