বাংলাদেশ-শ্রীলঙ্কার আদ্যোপান্ত

আগামীকাল দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। চলতি টেস্ট চ্যাম্পিয়নশীপের এটাই শেষ টেস্ট সিরিজ। গত অক্টোবরে কোয়ারেন্টিন ইস্যুতে এই সিরিজ স্থগিত করা হয়েছিলো।

এই সিরিজে বাংলাদেশ দলে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাঁরা দুইজনই আইপিএলের কারণে এই সিরিজে অনুপস্থিত আছেন।

এই সিরিজের আগে বেশ ভালো ফর্মে আছে শ্রীলঙ্কা দল। তাঁরা তাঁদের সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই টেস্টই ড্র করেছে। আর তাঁদের বোলিং এবং ব্যাটিং দুই বিভাগই ফর্মে আছে।

অপরদিকে বাংলাদেশ দল তাঁদের সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হোয়াটওয়াশ হয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াটওয়াশ হয়েছে বাংলাদেশ।

আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ উপলক্ষে দুই দলের লড়াইয়ের পরিসংখ্যান নিয়ে খেলা ৭১ এর এই আয়োজন।

  • দলীয় পরিসংখ্যান

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২০ টেস্টে। এর মধ্যে শ্রীলঙ্কার জয় ১৬ টেস্টে। এর বিপরীতে বাংলাদেশের জয় একটিতে। আর বাকি তিন টেস্ট ড্র করেছিলো বাংলাদেশ।

২০১৮ সালে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয় পেয়েছিলো শ্রীলঙ্কা। দুই ম্যাচ টেস্টের এই সিরিজ অনুষ্ঠিত হয়েছিলো বাংলাদেশে।

শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ সিরিজে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিলো বাংলাদেশ। এই সিরিজে নিজেদের শততম টেস্টে জয় লাভ করে বাংলাদেশ।

এবারের ভেন্যু ক্যান্ডিতে এর আগে টেস্টে একবারই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। সেটাও ২০০৭ সালে। সেই টেস্টে ইনিংস এবং ১৯৩ রানের ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ দল।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৬৩৮ রান। এই টেস্টে মুশফিকুর রহিম দ্বিশতক এবং মোহাম্মদ আশরাফুল এবং নাসির হোসেন সেঞ্চুরি করেন। তাঁদের ব্যাটে ভর করেই এই সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ম্যাচ ড্র করে দুই দল।

আর বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ সংগ্রহ ৬ উইকেটে ৭৩০ রান। এই টেস্ট অনুষ্ঠিত হয়েছিলো ঢাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে ইনিংস এবং ২৪৮ রানের ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা।

  • ব্যক্তিগত ব্যাটিং পরিসংখ্যান

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক কুমারা সাঙ্গাকারা। তিনি ১৫ টেস্টে ৭ সেঞ্চুরি এবং ৭ হাফ সেঞ্চুরিতে ১৮১৬ রান করেন। বাংলাদেশের বিপক্ষে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ৩১৯ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ আশরাফুল। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ টেস্টে ৫ সেঞ্চুরি এবং ১ হাফ সেঞ্চুরিতে করেছেন ১০৯০ রান। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ১৯০ রান।

এই দুই দলের টেস্ট ম্যাচের লড়াইয়ে সেঞ্চুরি দিক থেকেও এগিয়ে আছে শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে সাতটি সেঞ্চুরি করেছেন কুমার সাঙ্গাকারা। বিপরীতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল।

  • ব্যক্তিগত বোলিং পরিসংখ্যান

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজের সবচেয়ে সফল বোলার মুত্তিয়া মুরালিধরন। তিনি বাংলাদেশের বিপক্ষে ১১ টেস্ট খেলে ৮৯ উইকেট শিকার করেছেন। বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন ১১ বার এবং ম্যাচে দশ উইকেট নেবার কীর্তি গড়েছেন ৪ বার।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সাত টেস্ট খেলেছেন। সাত টেস্টে শিকার করেছেন ২৯ উইকেট। এর মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন দুই বার।

এই দুই দলের লড়াইয়ে সেরা বোলিং ফিগার রঙ্গনা হেরাথের দখলে। তিনি বাংলাদেশের বিপক্ষে ৮৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন। আর বাংলাদেশের পক্ষে সেরা বোলিং সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর সেরা বোলিং ৭০ রানে ৫ উইকেট।

এছাড়াও শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি ১১ বার পাঁচ উইকেট শিকার করেছেন মুরালিধরন আর বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান সর্বোচ্চ দুই বার পাঁচ উইকেট শিকার করেছেন।

  • জুটির পরিসংখ্যান

এই দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় জুটি গড়েছিলেন কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে। তাঁরা ২০০৭ সালে ক্যান্ডিতে তৃতীয় উইকেট জুটিতে সংগ্রহ করেছিলেন ৩১১ রান।

অপরদিকে বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ ২৬৭ রান। ২০১৩ সালের গল টেস্টে মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম পঞ্চম উইকেট জুটিতে এই রেকর্ড গড়েন।

লেখক পরিচিতি

খেলাকে ভালোবেসে কি-বোর্ডেই ঝড় তুলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link