বিসিবি-আইসিসি বৈঠক, বি গ্রুপে যাবে বাংলাদেশ?

যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে চলমান আলোচনার প্রেক্ষাপটে বাংলাদেশের শ্রীলঙ্কায় গ্রুপ পর্ব খেলার সম্ভাবনাই ক্রমশ জোরালো হয়ে উঠছে।

বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে। ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করে জানিয়ে দিয়েছে—নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত সফরে যাওয়ার সিদ্ধান্তে তারা অনড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই খবর নিশ্চিত করেছে।

বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

আলোচনায় বিসিবি তাদের অবস্থান আবারও জোরালো করে জানায়, ভারত ভ্রমণ এই মুহূর্তে তাদের জন্য নিরাপদ নয়। পাশাপাশি বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানায়।

অন্যদিকে আইসিসি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়ে যাওয়ার কারণ দেখিয়ে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে। তবে বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে তারা আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান চায়।

এদিকে ক্রিকেট মহলে জোর গুঞ্জন—গ্রুপ বিন্যাসে পরিবর্তন আসতে পারে। শোনা যাচ্ছে, বাংলাদেশকে সি গ্রুপ থেকে সরিয়ে বি গ্রুপে রাখার বিষয়টি বিবেচনা করছে আইসিসি। এমনটা হলে অস্ট্রেলিয়ার জায়গায় বি গ্রুপে ঢুকতে পারে বাংলাদেশ।

এই পরিবর্তন কার্যকর হলে গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই হতে পারে শ্রীলঙ্কায়। সম্ভাব্য বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী হতে পারে স্বাগতিক শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে চলমান আলোচনার প্রেক্ষাপটে বাংলাদেশের শ্রীলঙ্কায় গ্রুপ পর্ব খেলার সম্ভাবনাই ক্রমশ জোরালো হয়ে উঠছে।

Share via
Copy link