টানা চার জয়ে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য বাংলাদেশ!

টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে অপ্রতিরোধ্য বাংলাদেশ নারী দল। আয়ারল্যান্ডকে নয় রানে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিল তারা। গ্রুপ পর্বে নিগার সুলতানা জ্যোতিদের দমাতে পারেনি কোনো দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে অপ্রতিরোধ্য বাংলাদেশ নারী দল। আয়ারল্যান্ডকে নয় রানে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিল তারা। গ্রুপ পর্বে নিগার সুলতানা জ্যোতিদের দমাতে পারেনি কোনো দল।

এদিন টসে জিতে বাংলাদেশ বেছে নেয় ব্যাটিংটাই। শুরুতে ধাক্কা খেলেও দিলারা আক্তার এবং শারমিন আক্তারের ব্যাট সামলে নেয় সবকিছু। দুজনের ৭০ রানের জুটিতে ভর করে শক্ত ভিত গড়ে তোলে বাংলাদেশ। শারমিনের ব্যাট থেকে আসে ৫২ রানের দুর্দান্ত এক নক।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সোবহানা মোস্তারি। তিন ছক্কার সাহায্যে ১৬ বল খেলে করেন ৩০ রান। তাতেই বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় ১৫৩ রানের লড়াকু পুঁজি।

জবাবে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড সময়ের সাথে সাথে ম্যাচটা নিজেদের করে নিচ্ছিল। বাংলাদেশকে প্রথম উইকেট শিকার করার জন্য অপেক্ষা করতে হয়। মাঝের সময়টাতে অবশ্য আইরিশ ওপেনার এমি হান্টার রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফেরেন।

বাংলাদেশের বোলাররা উইকেটের দেখা না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করতে থাকে। আয়ারল্যান্ড ব্যাটারদের কোনো রকম হাত খোলার সুযোগ দেননি মারুফা-স্বর্ণারা। তাতেই কুপোকাত আয়ারল্যান্ড। ১৪৪ রান করতেই ফুরিয়ে যায় ২০ ওভার। বাংলাদেশের জয় নিশ্চিত হয় নয় রানের ব্যবধানে।

এখনও পর্যন্ত ‘এ’ গ্রুপের চারটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তাই সুপার সিক্সে পা রাখতে যাচ্ছে জ্যোতিরা। সেখানেও কি একচেটিয়া দাপট চলতে থাকবে? সময় বলে দেবে সবকিছু।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link