পাকিস্তান সুপার লিগের(পিএসএল) মঞ্চে যেন হিড়িক পড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ২০ জনেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করে ফেলেছেন ইতিমধ্যেই। জাতীয় দলের বর্তমান তারকাদের থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত সব নামই আছে তালিকায়। পিএসএল তাই এবার অন্যরকম আবহ তৈরি করছে বাংলাদেশিদের জন্য।
মার্চ থেকে মে মাস পর্যন্ত চলবে পিএসএল। এই সময় মাঠে গড়াবে আইপিএলও। এই সময়টাতে জাতীয় দলের ব্যস্ততা খুব একটা নেই। তাই তো বাংলাদেশি ক্রিকেটাররা বসে না থেকে হাটছেন পিএসএল অভিমুখে।
পিএসএলে বরাবরই বাংলাদেশিদের উপস্থিতি থাকেই। সাকিব আল হাসান থেকে শুরু করে হালের রিশাদ হোসেন পর্যন্ত মাতিয়েছেন এই আসর। তবে এবারের প্রেক্ষাপটটা অন্য সময়ের তুলনায় একটু ভিন্নই বটে।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়া নিয়ে তোলপাড় হয়েছে বিশ্ব ক্রিকেট। এরপরই পিএসএলে নিবন্ধন করেন দেশ সেরা এই তারকা। ২০১৮ সালের পর এবারের আসর দিয়েই ফিরবেন তিনি। এরপর থেকেই যেন একে একে বাংলাদেশি ক্রিকেটাররা নাম জমা দেন পিএসএলের জন্য।
এর মধ্যে আছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও। আগের মৌসুমে দল পেলেও খেলা হয়নি ইনজুরির কারণে। এবারও জমা দিয়েছেন নাম। রিশাদ, সাকিব, মুস্তাফিজরা তো আছেনই। মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানারও দেখিয়েছেন আগ্রহ।
এছাড়া শেখ মেহেদী, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন থেকে শুরু করে রিপন মণ্ডল, সাইফ হাসান, আকবর আলীরাও নাম জমা দিয়েছেন। এমনকি শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মাহমুদরাও আছেন তালিকায়।

তবে নাম লেখালেই তো হবে না, তাকিয়ে থাকতে হবে ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ওপর। তবে আশার বাণী, অন্যবারের তুলনায় বাংলাদেশিদের সংখ্যা বাড়তে পারে এবার। পিএসএলে যে বেড়েছে আরও দুই দল। যার ফলে ভাগ্য খুলতে পারে অনেকেরই। তবে লিটন, মুস্তাফিজ, রিশাদদের নিতে যে মুখিয়ে থাকবে দলগুলো।
আগামী ২০ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করার সুযোগ থাকবে পিএসএলে। নাম জমা দেওয়ার তালিকায় সংখ্যাটা তাই বাড়তেই পারে। সর্বোপরি পিএসএল নিয়ে যে এবার বাংলাদেশি সমর্থকদের মাঝেও আগ্রহটা থাকবে, তা বলা যায়।











