ভারতের নেটে হবিগঞ্জের ফয়সাল!

অনুশীলন শেষে পেয়েছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের অটোগ্রাফ। জীবন সত্যিই অদ্ভুত, অনন্য যার প্রতি মোড়ে রয়েছে চমকের ঢেউ। তেমনই এক ঢেউ এসে পাল্টে গেল ফয়সালের জীবন!

ভারতের নেটে বাংলাদেশের ফয়সাল। শুধু থাকাই নয়, নেটে বোলিং নিয়ে ভোগালেন ভারতের ব্যাটারদের। কট বিহাইন্ডের ফাঁদে ফেললেন খোদ লোকেশ রাহুলকে।

পুরো নাম ফয়সাল ইসলাম। হবিগঞ্জের ছেলে, শৈশব থেকেই ক্রিকেটে খুব ঝোঁক। উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়। তথ্য ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করছেন এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ে। তবে ক্যারিয়ারের জন্য প্যাশনের ক্রিকেটটা ছেড়ে দেননি তিনি।

পার্থের রয়্যাল বেঙ্গলস দলের হয়ে খেলেন। এটা একটা বাঙালি কমিউনিটি ভিত্তিক দল, যারা পশ্চিম অস্ট্রেলিয়ার বিভিন্ন মেজর টুর্নামেন্টে অংশ নেয়। গেল বছর দলের সেরা উদীমান তারকা ছিরেন ফয়সাল।

ভারতীয় নেটে ফয়সাল-সহ রয়্যাল বেঙ্গল দলের বেশ কয়েকজন বোলারের ডাক পড়েছিল। সেই সুবাদে ফয়সাল ঘন্টাখানেক বল করেছেন নেটে। যেখানে অনুশীলন করেছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, ঋষাভ পান্ত, লোকেশ রাহুলের মত ব্যাটাররা। এক পর্যায়ে জাসপ্রিত বুমরাহ’র সাথেও আলাপ করার সুযোগ পান।

বুমরাহ তাকে ফুল লেন্থের বলগুলো কমিয়ে শর্ট লেন্থে মনযোগ দিতে বলেন। কাজ হয় জাদুর মত। এই কৌশলেই দুইবার আউট করেছেন লোকেশ রাহুলকে। হাতে গতি আছে বেশ তার, তবে লাইন লেন্থটা আয়ত্ত করতে হবে।

তবুও বেশ অনেকই এগিয়ে গিয়েছেন হয়ত তিনি। ২০২৩ সালেও ক্রিকেট বল হাতে না নেওয়া ছেলেটার জন্যও এটাই তো বিরাট এক স্বপ্নপূরণ। অনুশীলন শেষে পেয়েছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের অটোগ্রাফ। জীবন সত্যিই অদ্ভুত, অনন্য যার প্রতি মোড়ে রয়েছে চমকের ঢেউ। তেমনই এক ঢেউ এসে পাল্টে গেল ফয়সালের জীবন!

Share via
Copy link