ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স যেন বরাবরই বাংলাদেশি প্লেয়ারদের প্রতি একটু বেশিই আগ্রহ দেখায়। সেই মাশরাফি বিন মর্তুজা থেকে শুরু করে সর্বশেষ মুস্তাফিজুর রহমান, আইপিএল নিলাম এলেই যেন এক সূত্রে মিশে যায় দুই বাংলার মানুষ।
২০০৯ সালে আইপিএল নিলাম থেকে মাশরাফি বিন মর্তুজাকে তৎকালীন বাজারদরে প্রায় ৬ লাখ ডলারে দলে ভিড়িয়েছিল কলকাতা। শেষ ওভারে দলের ভরাডুবির কারণে এক ম্যাচেই শেষ হয় মাশরাফির আইপিএল যাত্রা।
পরবর্তীতে ২০১১ সালে সর্বপ্রথম সাকিব আল হাসানকে দলে নেয় কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিটি। ২০১২ এবং ২০১৪ শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশি এই তারকা অলরাউন্ডার।

২০২৩ সালে উড়ন্ত ফর্মে থাকা লিটন দাশকে নিলাম থেকে ভিত্তি মূল্যে দলে কেকেআর। তৃতীয় বাংলাদেশি হিসেবে সে আসরে কলকাতার জার্সি গায়ে জড়ান লিটন দাস। তবে মাশরাফির মতো তাঁরও আইপিএল যাত্রা থামে মাত্র একটি ম্যাচেই।
সর্বশেষ নিলামে আইপিএল ইতিহাসের সবচেয়ে মূল্যবান বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কেকেআরে ঠিকানা হয় মুস্তাফিজের। নয় কোটি ২০ লাখ রুপি দিয়ে তাঁকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।
মাশরাফি, সাকিব, লিটন কিংবা সদ্য দল পাওয়া মুস্তাফিজ, চারজন বাংলাদেশি ক্রিকেটার কেকেআর শিবিরে জায়গা পেয়েছেন। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যাটা খুব সীমিত হলেও, বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি কলকাতার আগ্রহটা চোখে পড়ার মতো।











