পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সামনে লম্বা একটা বিরতি। সেই বিরতি কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নেপাল, নেদারল্যান্ডস কিংবা আরব আমিরাতের মত দলগুলোর সাথে সিরিজ আয়োজনের কথা ভাবছে সংস্থাটি। সেটা ত্রিদেশীয় বা চার দেশীয় সিরিজও হতে পারে।
যেখানে ভারত সফর বাতিল হয়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তার কুয়াশা। সে কুয়াশা কাটাতে বিসিবি পাশে চাইছে আইসিসির সহযোগী দেশগুলোকে। জানা গেছে, নেপাল, নেদারল্যান্ডস, এমনকি আয়ারল্যান্ড কিংবা আরব আমিরাত—সব দেশকেই ভাবনায় রেখেছে বিসিবি। দেশে সিরিজ হলে সুবিধা, বিদেশে হলে ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা মিলবে।
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ শুরু আগামী নয় সেপ্টেম্বর। এর আগের সময়টার শূন্যতাটুকু পূরণ করতে নেপাল বা নেদারল্যান্ডসের মত দলকে প্রাসঙ্গিক মনে করছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম তেমন আভাসই দিয়েছিলেন।
এবার জানা গেল, সিরিজ আয়োজনের ব্যাপারে দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে বিসিবি। নেপাল হোক, বা নেদারল্যান্ডস—বাংলাদেশের খেলার প্রয়োজন এখন সবচেয়ে বেশি। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস নিজেও আক্ষেপ করছিলেন, একটা সিরিজ হলে ভাল হত। প্রতিপক্ষ যেই হোক, সিরিজ আয়োজন করতে পারলে এশিয়া কাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যেই থাকবে বাংলাদেশ।
যদিও, সর্বশেষ আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ফলে, পঁচা শামুকে পা কাটার শঙ্কা থাকছেই!