Social Media

Light
Dark

জাসপ্রিত বুমরাহর অধিনায়কত্বের আশায় গুড়ে বালি

এছাড়া অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স বিশ্বকাপ জিতলেন এই তো সেদিন। অধিনায়ক হয়ে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাও জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ছিলেন পেসার।

বয়সের বিবেচনায় ক্রিকেট বেশ বুড়ো হতে চলল। আর এই দীর্ঘ পথচলায় পেস বোলারদের সচরাচর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় না বললেই চলে।

তবে, ফাস্ট বোলার কাম সফল অধিনায়কের উদাহরণ আছে বিস্তর। ভারতের জাসপ্রিত বুমরাহ বেশ অনুযোগের সুরেই বলেছিলেন যে পেসাররাও ভাল অধিনায়ক হতে পারে। উদাহরণ হিসেবে তিনি পাকিস্তানের ইমরান খান ও ভারতের কপিল দেবের কথা উল্লেখ করেছিলেন। তারা দুইজনই দলকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছিলেন শিরোপার গৌরব।

এছাড়া অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স বিশ্বকাপ জিতলেন এই তো সেদিন। অধিনায়ক হয়ে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাও জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ছিলেন পেসার।

ধারণা করা হচ্ছে ভারতের পরবর্তী অধিনায়ক হতে পারেন জাসপ্রিত বুমরাহও। সাবেক ফাস্ট বোলারদের নেতৃৃত্বের সাফল্য বুমরাহকে সাহস দিচ্ছে। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি মনে করেন জাসপ্রিতের ধারণা ভুল।

তিনি মনে করেন অধিনায়কত্বের পেছনে ছুটছেন জাসপ্রিত। ঠিক সে কারণেই তিনি দাবি করছেন পেসাররাও হতে পারেন সেরা অধিয়ানক। তবে বাসিত মনে করেন তিনি যাদের উদাহরণ টেনেছেন তারা অধিনায়কত্ব পেয়েছিলেন নিজেদেরকে অলরাউন্ডার প্রমাণ করার পর। ঠিক সে কারণেই জাসপ্রিতের মতাদর্শের বিপরীতে অবস্থান করেছেন।

তিনি বলেন, ‘জাসপ্রিত বুমরাহর মন্তব্য শুনে মনে হয় সেও বাবর আজমের মত অধিনায়কত্ব পছন্দ করে। আমার মতে তার অধিনায়কত্বকে তাড়া করা উচিত না। সে বিশ্ব সেরা বোলার, তার সেদিকে মনোনিবেশ করা প্রয়োজন।’

এছাড়াও তিনি অধিনায়ক হিসেবে একজন বোলার ও একজন অলরাউন্ডারের তফাৎ তুলে ধরেন। তিনি বলেন, ‘সে কপিল দেব ও ইমরান খানের অধিনায়কত্বের উদাহরণ দিয়েছে। যদিও তারা অলরাউন্ডার হয়েছে যার কারণে অধিনায়ক হিসেবে সফলতা পেয়েছে। তারা যখন বোলার হিসেবে তাদের দলে এসেছে তখন তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়নি। এখানেই একজন বোলার ও একজন অলরাউন্ডারের পার্থক্য।’

তবে প্যাট কামিন্সের সাফল্য নজর এড়ায়নি বাসিতের। তবুও তিনি মনে করেন যে একজন পেস বোলারের অধিনায়ক ও কোচ হিসেবে সফল হওয়ার হার অতি নগন্য। তিনি বলেন, ‘সে প্যাট কামিন্সের কথাও বলেছে। তবে খুব অল্প সংখ্যক পেসার ভাল কোচ বা সফল অধিনায়ক হতে পেরেছে।’

ভিন্ন মতাদর্শ প্রকাশ করলেও বাসিত জাসপ্রিতকে শুভকামনা জানিয়েছেন। তার সাথে মতের অমিল থাকলেও বাসিত মনে করেন জাসপ্রিতের সুযোগ রয়েছে নিজের মতাদর্শের পক্ষে নিজেকে প্রমাণ করার। তিনি বলেন, ‘আমি জাসপ্রিত বুমরাহকে শুভকামনা জানাই। সম্ভাবনা রয়েছে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অধিনায়ক বানানো হবে।’

যদিও ইতিপূর্বে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জাসপ্রিত। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়ক হওয়ার পাশাপাশি, টি-টোয়েন্টিতেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তার অধিনায়কত্বে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত।

Share via
Copy link