ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জেমি স্মিথ ব্যাট হাতে ছিলেন অনবদ্য। দলের চরম বিপর্যয়ের মুখে প্রথম ইনিংসে ১৮৪ এবং দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের অবিশ্বাস্য দুটি ইনিংস খেলেন তিনি। যা নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলো ইতিমধ্যেই তাঁকে নিয়ে ছক কষা শুরু করেছে!
শুধু ব্যাটেই নয়, গ্লাভস হাতেও দক্ষ তিনি। এছাড়া, টি-টোয়েন্টিতে নিয়মিত ওপেনিং করেন — ফলে যেসব দল টপ অর্ডারে ধুঁকছে বা নতুন কিপার খুঁজছে, তারা দারুণভাবে বিবেচনায় আনতে পারে স্মিথকে।
- দিল্লি ক্যাপিটালস
আইপিএল ২০২৫-এ দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স ছিল বেশ অদ্ভুত। প্রথম ভাগে দারুণ শুরু করলেও, পরের সময়গুলোতে হোঁচট খেতে শুরু করে দলটি। সবচেয়ে বড় সমস্যা ছিল ওপেনিং জুটিতে— ফাফ ডু প্লেসি ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক একসঙ্গে সফল হতে পারেননি। ফলে, দিল্লি চায় এমন একজন ওপেনার যিনি রানও করতে পারেন এবং উইকেটকিপিংয়েও দক্ষ। যেখানে জেমি স্মিথ হতে পারেন তাদের প্রথম ছন্দ।
- কলকাতা নাইট রাইডার্স
দিল্লির মতোই ব্যর্থতার সাক্ষী কলকাতা নাইট রাইডার্স। টেবিলের ৮ নম্বরে থেকে শেষ করেছে আসর। ২০২৪ সালে দারুণ ওপেনিং জুটি পেলেও এবারে শুরুতেই ছন্দ হারিয়েছিল দলটি। কিপার-ব্যাটার হিসেবে কুইন্টন ডি কক ও রহমানউল্লাহ গুরবাজকে ব্যবহার করেছে কেকেআর।
তবে দু’জনের কেউই ফর্মে ছিলেন না, ব্যর্থ হয়েছেন বড় রান গড়তে। টপ অর্ডারে স্থায়িত্ব এবং আক্রমণাত্মক শুরু দুটোরই অভাব ছিল তাদের। তাই জেমি স্মিথকে নিলামে টার্গেট করতেই পারে নাইট শিবির।
- চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংসে সবচেয়ে বড় প্রশ্ন — ধোনি কি আর ফিরবেন? ৪৩ বছর বয়সী এই কিংবদন্তির এবারের আসরটাই হয়তো শেষবারের ছিল। যদি তাই হয়, তাহলে চেন্নাইয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একজন নির্ভরযোগ্য উইকেটকিপার খুঁজে পাওয়া। গুঞ্জন আছে সঞ্জু স্যামসনকে দলে টানতে চায় চেন্নাই। তবে স্যামসন রাজস্থানে থেকেই যেতে পারেন — আর সেই পরিস্থিতিতে জেমি স্মিথ হতে পারেন একেবারে পারফেক্ট রিপ্লেসমেন্ট।
জেমি স্মিথের বাজবল ইনিংস এখন শুধু টেস্ট জগতেই নয়, টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগেও আলোচনার কেন্দ্রবিন্দু। আগ্রাসী ব্যাটিং, উইকেটকিপিং, আর টপ অর্ডারে ওপেন করার দক্ষতা — সব মিলিয়ে অনেক দলেরই প্রথম পছন্দ হতে পারেন এই ২৪ বছর বয়সী ক্রিকেটার।