ফুটবলের সাথে ক্রিকেট মেলাতে চায় না বিসিবি

সচরাচর যেটা হয়, বাংলাদেশের মাটিতে কোন আন্তর্জাতিক সিরিজ মানেই সেটা ক্রিকেট উৎসবে রূপ নেয়। মাঠে বসে জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য টিকেট নিয়ে হাহাকার হয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নামক সোনার হরিণ সংগ্রহ করার চ্যালেঞ্জ। তবে এবার করোনা ভাইরাস পাল্টে দিয়েছে পরিস্থিতি; বদলে দিয়েছে দৃশ্যপট।

করোনার কারণে ক্রিকেট মাঠে দর্শকের উপস্থিতি এখন কল্পনারও বাইরে। তাই উৎসবের রঙ বা আমেজ কোনটাই নেই মিরপুরে। স্টেডিয়াম এলাকায় গেলে বোঝারও উপায় নেই আগামীকাল দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।

গত নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিলো বাফুফে। এই সময় বিসিবি আয়োজন করে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তবে মাঠে দর্শক ফেরাতে আগ্রহী হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ক্রিকেটের সাথে ফুটবল মেলাতে চান না তাঁরা।

 

তিনি বলেন, ‘দেখুন, ফুটবল তো খুব অল্প সময়ের (৯০ মিনিট) খেলা। মাঠে সময় কম লাগে, ড্রেসিংরুমও কম সময় ব্যবহার করতে হয়। ক্রিকেটে একটা ম্যাচে (ওয়ানডে) আট ঘন্টার বেশি সময় লাগে। চার ঘন্টা লাগে টি-টোয়েন্টির জন্যই।’

মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি না থাকলেও সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি ও স্পন্সর সংশ্লিষ্টদের প্রবেশের সুযোগ রেখেছে বিসিবি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানান, ‘পালাক্রমে কিছু সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি ও স্পন্সর সংশ্লিষ্টদের আমরা আমন্ত্রণ জানাবো। যদিও এটা খুবই সীমিত পরিসরে। তবে সাধারণ দর্শকদের আমরা অনুমতি দিচ্ছি না।’

অনেক দেশ আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক ফিরিয়েছে। অস্ট্রেলিয়া ভারত সিরিজে তো দর্শকদের দুরন্তপনা দেখা গিয়েছে। নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বেই। এই পরিস্থিতির ভিতরেও ভারত সিরিজের জন্য দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের দর্শকদের মাঠে বসে খেলা দেখার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে এটা বলাই যায়।

আগামীকাল প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হোম অফ ক্রিকেট খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link