‘অভিজ্ঞতা’ নিতেই অনুশীলনে হাতুরুর ছেলে

মিরপুরের অনুশীলনে ইদানিং দেখা যাচ্ছে নতুন একজনকে। তিনি হলেন, কোচ চান্দিকা হাতুরুসিংহের ছেলে সাইক হাতুরুসিংহে। এমনিতেই চলছে ‘ক্লোজ ডোর অনুশীলন’, তার ওপর সেই অনুশীলনেই ক্রিকেটের বাইরের একজনের উপস্থিতি একটু সমালোচনার জন্ম দিয়েছে।

মনোবিদ ফিল জোনসের সাথে সেশনেও উপস্থিত ছিলেন তিনি। সাবেক অধিনায়ক রকিবুল হাসান তো এর মধ্যে ফিক্সিংয়ের গন্ধও পেয়েছেন। সর্বমহলের সমালোচনার প্রেক্ষিতে বোর্ড এই ব্যাপারে মুখ খুলেছে।

টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, এখানে বিতর্কের কোনো সুযোগ নেই। স্রেফ ছুটি কাটাতে ঢাকায় এসেছেন সাইক হাতুরুসিংহে।

নাফিস বলেন, ‘ও ছুটি কাটাতে এসেছে। এছাড়া আর কিছুই না। আর যেটা বলা হচ্ছে টিম মিটিংয়ের কথাটা, সেটা আসলে ভুল। সেটা ছিল নতুন সাইকোলজিস্টের সঙ্গে একটা সেশন মাত্র। সেখানে প্লেয়াররা ছাড়াও অনেক অফিসিয়ালরাও ছিলেন। এটা টিম মিটিং ছিল না। দলের গুরুত্বপূর্ণ সভায় ও থাকে না তো। বাবার সঙ্গে ছুটি কাটাতেই কেবল ও এসেছে।’

কিন্তু, বাইরের একজনের অনুশীলনে উপস্থিতি কি দলের জন্য ক্ষতিকর নয়? বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এই ব্যাপারে বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়েছেন হাতুরুসিংহে।

সাঈক মূলত স্পোর্টস সাইন্সের শিক্ষার্থী। ছুটি থাকায় বাবার সাথে ঢাকায় এসেছে। অনুশীলনে উপস্থিত থেকে নিজের পড়াশোনার প্রায়োগিক ধারণা নিচ্ছে।

প্রধান নির্বাহী বলেন, ‘ও আমাদের এখান থেকে কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেবে, ৪-৫ দিনের জন্য। মনোবিদের একটা সেশনে পর্যবেক্ষক হিসেবে ছিল। কয়েকটা অনুশীলন সেশনেও ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link