এক ব্রিটিশ ভদ্রলোক এসেছেন মাঠে, বসে বসে দেখছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ। এমনিতে হয়তো সন্দেহ হবে না, ক্রিকেটপ্রেমী হিসেবে খেলা দেখতেই পারেন। কিন্তু, ঢাকা প্রিমিয়ার লিগে যে মানের ক্রিকেট হয় সেটা দেখার জন্য কেউ এসে সময় নষ্ট করবেন সেটা বোধহয় স্বাভাবিক ঠেকবে না কারো কাছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) স্বাভাবিকভাবে নিতে পারেনি।
তাই ব্যাপারটা নজরে আসার পরপরই যথাযথ ব্যবস্থা নিয়েছে বিসিবি। বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিটকে (আকু) জানানো হয় সবকিছু, আকু দ্রুততম সময়ে তদন্তে নামে। কথা হয় সেই ভদ্রলোকের সঙ্গে, জানা গিয়েছে তাঁর নাম ডমিনিক লুক উড।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ চলছিলো শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, সেসময় গ্যালারিতে হাজির হন লুড উড। তাঁর চলাফেরা আর আচরণে সন্দেহ হয় তখনি; ম্যাচ শেষে তাই বিসিবি ডেকে পাঠায় তাঁকে, মাঠে আসার উদ্দেশ্য কি জানতে চাওয়া হয় বিস্তারিতভাবে।
তবে গণমাধ্যমে উড দাবি করেছেন, স্রেফ ক্রিকেটারদের কাছ থেকে অটোগ্রাফ নিতেই বাংলাদেশে এসেছেন। এই ৪৯ বছর বয়সী ইংলিশম্যান গত প্রায় ১৫ বছর ধরে তুরস্কে বাস করছেন; আর তাঁর শখ বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ সংগ্রহ করা। আপাতত ২৮ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকার পরিকল্পনা করেছেন তিনি।
যদিও বিসিবি তাঁর সঙ্গে কথা বলে থেমে থাকেনি, নিজেদের মত করে পিছনের রহস্য খুঁজে বের করার চেষ্টা করছে। বিশেষ করে উডের বাংলাদেশে আসার আসল কারণ বের করাই লক্ষ্য তাঁদের।
মূলত বিসিবির সন্দেহ ম্যাচ ফিক্সিং; কি জানি হয়তো এমন কোন অন্যায় প্রস্তাব নিয়েই বাংলাদেশে পা রেখেছেন উড। কোন ক্রিকেটারের সঙ্গে দেখা করতে পারলে গড়ে তুলবেন সম্পর্ক – কেঁচো খুড়তে সাপও বেরিয়ে পড়তে পারে অবশ্য। তবে তদন্তের আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।