২১ জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে!

টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে কি না, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের চূড়ান্ত উত্তর ২১ জানুয়ারির মধ্যেই জানতে চায় আইসিসি। অন্যথায় র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের পরিবর্তে বিশ্বমঞ্চে দেখা মিলতে পারে স্কটল্যান্ডের। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া আশঙ্কার অবসান ঘটতে পারে ২১ জানুয়ারির মধ্যেই। বিশেষ করে টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে কি না, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের চূড়ান্ত উত্তর ওই সময়ের মধ্যেই জানতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অন্যথায় র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের পরিবর্তে বিশ্বমঞ্চে দেখা মিলতে পারে স্কটল্যান্ডের।

শনিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সেই সময়সীমার কথা জানানো হয়েছে। আলোচনায় বিসিবি আবারও স্পষ্ট করে জানায় – বাংলাদেশ বিশ্বকাপ খেলতে প্রস্তুত, তবে ভারতের মাটিতে নয়। সহ-আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনকে সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হিসেবে তুলে ধরে বোর্ড।

তবে আইসিসিও নিজেদের অবস্থান থেকে একচুলও নড়েনি। সংস্থাটি জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি ও গ্রুপ বিন্যাসে কোনো পরিবর্তন আনা হবে না। সেই সূচি অনুযায়ী, বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’ তে।

বিসিবি প্রস্তাব দেয় গ্রুপ ‘বি’ তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করতে, কারণ আয়ারল্যান্ড তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। কিন্তু সেই প্রস্তাবও সরাসরি নাকচ করে দিয়েছে আইসিসি। বরং আইসিসির পক্ষ থেকে বিসিবিকে আশ্বস্ত করা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

অথচ নিরাপত্তার দোহায় দিয়েই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এক মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারত বাংলাদেশ দল, সমর্থক কিংবা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে, এই ব্যাপারে বোধগম্য হয় না বিসিবির।

ক্রিকইনফোর সূত্রমতে জানা গেছে, যদি বোর্ড শেষ পর্যন্ত দলকে ভারত সফরের অনুমতি না দেয়, তাহলে আইসিসি বিকল্প দল অন্তর্ভুক্ত করার পথে হাঁটতে পারে। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে দেখা যেতে পারে অন্য কোনো দলকে, আর সেই প্রেক্ষিতে সবচেয়ে এগিয়ে আছে স্কটল্যান্ড।

সিদ্ধান্ত এখন বোর্ডের হাতে। আইসিসির বেধে দেওয়া সময়সীমা তথা ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। আর সেই অবস্থানের পরিপ্রেক্ষিতেই পরিকল্পনা সাজাতে যাচ্ছে আইসিসি।

 

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link