আইপিএল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখন নিয়মে বড়সড় পরিবর্তন এনে ফেলেছে। বিস্ময়কর হলেও সত্যি, খেলোয়াড়দের অনেকেই এখনো এ ব্যাপারে কিছু জানেন না।
বোলারদের সুবিধার কথা ভেবে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন বিসিসিআই। অধিনায়কদের সঙ্গে মতবিনিময়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা মহামারীর সময় স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলে লালা ব্যবহার নিষিদ্ধ করে। এর পরিবর্তে ঘাম ব্যবহার করতে উৎসাহ দেয়া হয়। এরপর থেকে বলে ঘাম লাগিয়ে উজ্জ্বলতা ঠিক রাখার চেষ্টা করে চলছেন ক্রিকেটাররা, কিন্তু সেটা খুব একটা কাজে দিচ্ছে না।
বিশেষ করে রিভার্স সুইংয়ের ক্ষেত্রে লালার কার্যকারিতা মোটেই ঘামের মত নয়। সেজন্যই বিসিসিআই লালা ব্যবহারের প্রথা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। আইসিসির নিয়ম মানার কোন বাধ্যবাধকতা নেই আইপিএলে, সেজন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা থাকলেও আইপিএলে লালা ব্যবহারের অনুমতি দিতে পারবে বিসিসিআই।
এ ব্যাপারে সংস্থাটির এক কর্মকর্তা বলেন, ‘কোভিডের আগ পর্যন্ত লালা ব্যবহার করাটা খেলার অংশ ছিল। এখন যেহেতু আর ভাইরাসের তেমন ভয় নেই, তাই নিষেধাজ্ঞা তুলে দেয়াতে কো সমস্যা হওয়ার কথা নয়। লাল বলের ক্ষেত্রে জিনিসটা বেশি কার্যকরী; তবে সাদা বলেও বোলারের জন্য সহায়ক হতে পারে, তাই আমাদের এই নিয়ম চালু করা উচিত।’
টি-টোয়েন্টিতে যখন ব্যাটারদের জন্য সব নিয়ম শুরু হচ্ছে, তখন বোলারদের নিয়ে ভাবার জন্য ধন্যবাদ পেতেই পারে বিসিসিআই।